
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস): ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, শীতকালীন জ্বালানি চাহিদা পূরণে তার দেশ গ্রিস থেকে গ্যাস আমদানি করবে। রাশিয়ার হামলায় দেশটির জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
গত অক্টোবরে মস্কো ইউক্রেনের গ্যাস স্থাপনাগুলোর ওপর সবচেয়ে বড় বোমা হামলা চালায়, যা ২০২২ সালের আগ্রাসনের পর থেকে এ ধরনের সবচেয়ে বড় আক্রমণ। এতে ইউক্রেনের প্রধান জ্বালানি উৎসের উৎপাদন ৬০ শতাংশ বন্ধ হয়ে যায়।
জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমরা ইতোমধ্যে গ্রিসের সঙ্গে ইউক্রেনে গ্যাস সরবরাহের একটি চুক্তি প্রস্তুত করেছি।’
তিনি আরও জানান, রাশিয়ার হামলায় উৎপাদন ক্ষতির কারণে প্রায় দুই বিলিয়ন ইউরো (২.৩২ বিলিয়ন ডলার) ঘাটতি পূরণের জন্য অর্থায়ন চুক্তিও সম্পন্ন হয়েছে। এ অর্থ আসছে ইউক্রেন সরকার, ইউরোপীয় কমিশনের গ্যারান্টি দেওয়া ইউরোপীয় ব্যাংক, ইউক্রেনীয় ব্যাংক এবং নরওয়ে থেকে।
জেলেনস্কি বলেছেন, তিনি আজারবাইজানের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছেন এবং সাবেক সোভিয়েত রাষ্ট্রটি থেকে গ্যাস আমদানির জন্য দীর্ঘমেয়াদি চুক্তির আশা করছেন।