ভেনিজুয়েলার ব্যাপারে ‘একরকম’ সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প

বাসস
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৬:৪৫

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, তিনি ভেনিজুয়েলার ব্যাপারে ‘একরকম’ সিদ্ধান্ত নিয়েছেন।

ওয়েস্ট পাম বিচ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ফ্লোরিডা রাজ্যে ভ্রমণকালে এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি একরকম সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদের বলতে পারছি না যে, সেটা কী। তবে, ভেনিজুয়েলার সঙ্গে মাদকের চোরাচালান বন্ধ করার ক্ষেত্রে আমরা অনেক অগ্রগতি অর্জন করেছি।’

ওয়াশিংটন সম্প্রতি ল্যাটিন আমেরিকায় যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও কয়েক হাজার সৈন্য মোতায়েন করেছে। মাদক চোরাচালানের অভিযোগে ২১টি নৌকায় হামলায় কমপক্ষে ৮০ জন নিহত হয়েছে।

গত মঙ্গলবার বিশ্বের বৃহত্তম বিমানবাহী জাহাজ ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড এই অঞ্চলে মাদক পাচার রোধে সহায়তা করার লক্ষ্যে ল্যাটিন আমেরিকায় পৌঁছেছে।

মার্কিন সামরিক মোতায়েনের মধ্যে রয়েছে পুয়ের্তো রিকোতে পাঠানো এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান  ও ক্যারিবীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর জাহাজ।

কারাকাস আশঙ্কা করছে, যুক্তরাষ্ট্রের এসব মোতায়েন ছদ্মবেশে শাসনব্যবস্থা পরিবর্তনের একটি চক্রান্ত।

সিবিএস নিউজ গত বুধবার একাধিক সূত্রের বরাতে জানিয়েছে, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ট্রাম্পকে ভেনিজুয়েলায় সম্ভাব্য অভিযানের জন্য বিকল্পগুলোর আপডেট উপস্থাপন করেছেন, যার মধ্যে স্থলপথে হামলাও অন্তর্ভুক্ত।

গত ২ নভেম্বর এক সাক্ষাৎকারে ট্রাম্প ভেনিজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়ানোর বিষয়টি উড়িয়ে দেন। তবে, নিকোলাস মাদুরোকে ‘মাদক সম্রাট’ বলে অভিহিত করে ট্রাম্প বলেন, তার দিন ফুরিয়ে গেছে।

কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোও অভিযোগ করেছেন, মার্কিন সামরিক মোতায়েনের চূড়ান্ত লক্ষ্য হলো— ভেনিজুয়েলার তেল সম্পদ দখল করা ও ল্যাটিন আমেরিকাকে অস্থিতিশীল করা।

ভেনিজুয়েলা তাদের উপকূলে ক্রমবর্ধমান মার্কিন নৌ উপস্থিতি মোকাবিলায় দেশব্যাপী নিজস্ব সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেখ হাসিনা-রেহানা-টিউলিপের মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য 
ঢাকাসহ সারা দেশের সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন শুধুমাত্র অনলাইনে
হারমারের ঘূর্ণিতে ১৫ বছর পর দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট হারলো ভারত
নারী কাবাডি বিশ্বকাপের জন্য প্রস্তুত বাংলাদেশ
নবান্নের পিঠার সুবাসে মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয়
আগামী জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং হবে: মিনু
তিনদিনব্যাপী আন্তর্জাতিক কৃষি ও খাদ্য সম্মেলন করবে বিএজেএফ
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা: ভোটগ্রহণ ১৭ ডিসেম্বর
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা
দোহায় বাংলাদেশ-কাতার সশস্ত্র বাহিনীর প্রেষণ চুক্তি স্বাক্ষর
১০