কুমিল্লায় বিজয়া দশমীতে বাজছে বিসর্জনের সুর

বাসস
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১৬:৩০
ছবি : বাসস

কুমিল্লা, ২ অক্টোবর, ২০২৫ (বাসস) : আজ শুভ বিজয়া দশমী। পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের শেষ দিন। এ দিন মর্ত্য ছেড়ে কৈলাসে (স্বামীগৃহে) ফিরে যাবেন দুর্গতিনাশিনী দুর্গা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এ ধর্মীয় উৎসব। কুমিল্লার মন্দিরগুলোতে বাজছে বিসর্জনের সুর।

সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে পূজার্থীদের বাগড়া পরেছে। সারাদিন বৃষ্টি, মেঘলা আবহাওয়ায় শহরজুড়ে সৃষ্টি হয় যানজট।

সনাতন ধর্ম মতে, এবার দেবীদুর্গা জগতের মঙ্গল কামনায় হাতিতে চড়ে মর্ত্যে এসেছেন। এতে প্রাকৃতিক বিপর্যয় ঝড়বৃষ্টি হবে এবং শস্য ও ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। অন্যদিকে, বিদায় নেবেন নৌকায় চড়ে। ফলে জগতের কল্যাণ সাধিত হবে।

বিসর্জনের দিনে কুমিল্লার মন্দিরগুলোতে সকালে বিহিত পূজা এবং পূজা শেষে দর্পণ বিসর্জন হয়। রাতে দুর্গা বিসর্জন হবে। নগরীর গোমতি নদী, নানুয়ার দিঘী, আমির দিঘী, তাল পুকুর, উজুরদিঘিসহ খাল দিঘিসমূহে বিসর্জন হবে।

এবার কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হচ্ছে দুর্গাপূজা। জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল স্বাভাবিক। জেলার ১৭টি উপজেলায় মোট ৮১৮টি মণ্ডপে এবার পূজা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার নজির আহমেদ খান বলেন, যেকোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি টিম করে সবসময় টহলে ছিল। সার্বক্ষণিক সেবা দিয়েছে জেলা পুলিশ।

জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্যামল চন্দ্র দেবনাথ জানান, অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল পরিবেশে কুমিল্লায় আমরা পূজা উদযাপন করেছি। নগরীজুরে ছিল উৎসবের আমেজ। আজ বিজয়া দশমী, দেবীদুর্গার বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি পূজা উদযাপন ফ্রন্টের পক্ষ থেকে জানাই কৃতজ্ঞতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দিনাজপুরে দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের সিঁদুর খেলে মহোৎসব উদযাপন
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, সীতাকুণ্ডে মা-মেয়ে নিহত 
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার ৯৮৩ জন
ফিলিপাইন ঘূর্ণিঝড়ের আঘাতের আশঙ্কায় উপকূলীয় অঞ্চলে বন্যার সতর্কবার্তা 
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ
নারায়ণগঞ্জে গাড়ির ধাক্কায় দুই ট্রাকচালক নিহত
নীলফামারীতে সিঁদুর খেলা ও দেবী বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
বিশ্বকাপ বাছাইপর্বে জার্মান দল থেকে বাদ পড়লেন ফুয়েলক্রুগ
পিরোজপুরে বিভিন্ন মণ্ডপে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উপহার প্রদান
১০