কুমিল্লায় বিজয়া দশমীতে বাজছে বিসর্জনের সুর

বাসস
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১৬:৩০
ছবি : বাসস

কুমিল্লা, ২ অক্টোবর, ২০২৫ (বাসস) : আজ শুভ বিজয়া দশমী। পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের শেষ দিন। এ দিন মর্ত্য ছেড়ে কৈলাসে (স্বামীগৃহে) ফিরে যাবেন দুর্গতিনাশিনী দুর্গা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এ ধর্মীয় উৎসব। কুমিল্লার মন্দিরগুলোতে বাজছে বিসর্জনের সুর।

সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে পূজার্থীদের বাগড়া পরেছে। সারাদিন বৃষ্টি, মেঘলা আবহাওয়ায় শহরজুড়ে সৃষ্টি হয় যানজট।

সনাতন ধর্ম মতে, এবার দেবীদুর্গা জগতের মঙ্গল কামনায় হাতিতে চড়ে মর্ত্যে এসেছেন। এতে প্রাকৃতিক বিপর্যয় ঝড়বৃষ্টি হবে এবং শস্য ও ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। অন্যদিকে, বিদায় নেবেন নৌকায় চড়ে। ফলে জগতের কল্যাণ সাধিত হবে।

বিসর্জনের দিনে কুমিল্লার মন্দিরগুলোতে সকালে বিহিত পূজা এবং পূজা শেষে দর্পণ বিসর্জন হয়। রাতে দুর্গা বিসর্জন হবে। নগরীর গোমতি নদী, নানুয়ার দিঘী, আমির দিঘী, তাল পুকুর, উজুরদিঘিসহ খাল দিঘিসমূহে বিসর্জন হবে।

এবার কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হচ্ছে দুর্গাপূজা। জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল স্বাভাবিক। জেলার ১৭টি উপজেলায় মোট ৮১৮টি মণ্ডপে এবার পূজা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার নজির আহমেদ খান বলেন, যেকোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি টিম করে সবসময় টহলে ছিল। সার্বক্ষণিক সেবা দিয়েছে জেলা পুলিশ।

জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্যামল চন্দ্র দেবনাথ জানান, অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল পরিবেশে কুমিল্লায় আমরা পূজা উদযাপন করেছি। নগরীজুরে ছিল উৎসবের আমেজ। আজ বিজয়া দশমী, দেবীদুর্গার বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি পূজা উদযাপন ফ্রন্টের পক্ষ থেকে জানাই কৃতজ্ঞতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অবৈধভাবে বালু উত্তোলন, চট্টগ্রামের সাঙ্গু নদী থেকে দুই ড্রেজারসহ চারজন আটক
গ্রিস থেকে গ্যাস আমদানি করবে ইউক্রেন : জেলেনস্কি
ইউপি ইস্যুতে কাস্টমস বন্ড ব্যবস্থাপনা সিস্টেম ব্যবহারে বাধ্যতামূলক হচ্ছে: এনবিআর
নভেম্বরের প্রধমার্ধে প্রবাসী আয় ২৩ দশমিক ১ শতাংশ বেড়েছে
বিশ্বকাপের দ্বারপ্রান্তে স্পেন, সুইজারল্যান্ড
জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
সুনামগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি দাসের মৃত্যুবার্ষিকী পালিত
খুলনায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু ১ ডিসেম্বর 
ইসলামি ব্যাংকিং খাত শক্তিশালীভাবে গড়তে ভালো নিরীক্ষা প্রয়োজন: গভর্নর
সাবেক পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারে দেশত্যাগে নিষেধাজ্ঞা
১০