অবৈধভাবে বালু উত্তোলন, চট্টগ্রামের সাঙ্গু নদী থেকে দুই ড্রেজারসহ চারজন আটক

বাসস
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৯:১৪

চট্টগ্রাম, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে সাঙ্গু নদীতে দীর্ঘদিন ধরে চলা অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। অভিযানে দুটি ড্রেজার (বালিবাহী বাল্কহেড) জব্দ ও চারজনকে আটক করা হয়।

বাঁশখালীর পশ্চিম পুকুরিয়া এলাকায় আজ ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন্দ। 

স্থানীয় নুর করিম জানান, পুকুরিয়া ইউনিয়নের ৬ ও ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম ও উত্তর পুকুরিয়া এলাকার সীমানায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সাঙ্গু নদীতে প্রকাশ্যে দিন-রাত ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর দুই তীরের বসতবাড়ি, চাষযোগ্য জমি এবং পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ঝুঁকির মুখে পড়ে। ড্রেজারের শব্দে স্বাভাবিক জীবনযাপনও ব্যাহত হচ্ছিল বলে অভিযোগ করেন স্থানীয়রা।

সাঙ্গু নদীর তীরবর্তী এলাকায় পটিয়ার শোভনদণ্ডী এলাকার বাসিন্দা মো. এরশাদের মালিকানাধীন দুটি ড্রেজার দিয়ে নদীর তলদেশ থেকে ভূগর্ভস্থ বালু উত্তোলনের তথ্য পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন্দ।

তিনি জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৫(১) ধারা লঙ্ঘনের দায়ে চারজনকে আটক করা হয়েছে। পরে দুটি ড্রেজার জব্দ করে স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ আহমদের জিম্মায় দেওয়া হয়। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চবি’র শিক্ষার্থীদের ওপর হামলাকারী যুবলীগ নেতা হানিফ গ্রেফতার
শেরপুরে বিএনপির উঠান বৈঠকে নারী ভোটারের ঢল
ঝিনাইদহে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে কর্মীসভা
বিসিএস পরীক্ষার সিলেবাস ও প্রশ্নপত্রের কাঠামো যুগোপযোগী করা সময়ের দাবি : ড. মোবাশ্বের মোনেম
সিলেটে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের আদি নববর্ষ উদযাপন
হাসিনার রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা
দিনাজপুরে গ্রাম আদালত কার্যক্রমের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা 
সরকারি ভবন পরিবেশবান্ধব ‘গ্রিন বিল্ডিং’ করার আহ্বান পরিবেশ উপদেষ্টার
প্রবাসী কর্মীদের সন্তানদের শিক্ষায় ১২ কোটি ১৫ লাখ টাকার সহায়তা দিয়েছে সরকার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের খাতা পুনর্মূল্যায়নের আবেদন শুরু মঙ্গলবার
১০