বাংলাদেশে সংস্কৃতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য শান্তিপূর্ণ সহাবস্থান : রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার 

বাসস
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১৬:৩৪
ছবি : বাসস

রাঙ্গামাটি, ২ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেছেন, বাংলাদেশে সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো শান্তিপূর্ণ সহাবস্থান। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ একে অপরের পাশে দাঁড়ায়, উৎসবে আনন্দ ভাগাভাগি করে। 

তিনি বলেন, ‘বিভেদ নয়, ঐক্যই আমাদের শক্তি। তবে দুঃখজনকভাবে, একটি কুচক্রী মহল সবসময় সমাজে বিভেদ সৃষ্টির চেষ্টা করে। আমরা সবাই মিলে সেই অপচেষ্টা রুখে দিয়েছি এবং রাঙ্গামাটিতে এবারের দুর্গোৎসব অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হচ্ছে।’

বুধবার রাতে রাঙ্গামাটির তবলছড়ি রক্ষা কালী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সম্প্রতি খাগড়াছড়ি ও গুইমারায় সহিংস ঘটনার মাধ্যমে ধর্ম-বর্ণ ও সম্প্রদায়ের মধ্যে বিভাজন সৃষ্টির ষড়যন্ত্র করা হয়েছিল। তবে রাঙ্গামাটিতে সেই অপচেষ্টা সফল হয়নি। বরং শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। আমরা আশা করছি, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। এখানে ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক সুন্দর ধারা রয়েছে। আমরা একে রক্ষা করবো এবং কোন প্রকার ষড়যন্ত্র সফল হতে দেব না।’

এ সময় রাঙ্গামাটি সেনা রিজিয়নের উর্ধ্বতন কর্মকর্তা, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ, তবলছড়ি কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষাকালি মন্দির পরিচালনা কমিটির সভাপতি আশীষ কুমার, সাধারণ সম্পাদক পঙ্কজ মল্লিক টিটু, দুর্গাপূজা উৎসব কমিটির আহ্বায়ক রাজন লহ্মী, সদস্য সচিব রাজন নন্দীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক পূজা মণ্ডপ নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পরে শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দিনাজপুরে দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের সিঁদুর খেলে মহোৎসব উদযাপন
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, সীতাকুণ্ডে মা-মেয়ে নিহত 
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার ৯৮৩ জন
ফিলিপাইন ঘূর্ণিঝড়ের আঘাতের আশঙ্কায় উপকূলীয় অঞ্চলে বন্যার সতর্কবার্তা 
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ
নারায়ণগঞ্জে গাড়ির ধাক্কায় দুই ট্রাকচালক নিহত
নীলফামারীতে সিঁদুর খেলা ও দেবী বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
বিশ্বকাপ বাছাইপর্বে জার্মান দল থেকে বাদ পড়লেন ফুয়েলক্রুগ
পিরোজপুরে বিভিন্ন মণ্ডপে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উপহার প্রদান
১০