পটুয়াখালী, ২ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার বাউফল উপজেলার কালীবাড়ি মন্দির পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় মন্দির পরিদর্শনকালে বলেন তিনি বলেন, ‘জননেতা তারেক রহমান বিএনপির সর্বোচ্চ পর্যায়ের স্থায়ী কমিটি নিয়ে সারাদেশের নেতাদের সাথে বৈঠক করেছেন। সেখানে তিনি নির্দেশ দিয়েছেন হিন্দু ধর্মাবলম্বী ভাইদের দুর্গাপূজা নির্বিঘ্নে ও নিরাপদে উদযাপনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আমরা আপনাদের পাশে আছি, বিএনপি আপনাদের সাথে আছে।’
এসময় উপস্থিত ছিলেন, হিন্দু সম্প্রদায়ের নেতা অধির বাবু, জীবন কৃষ্ণ সাহা, পটুয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মুসাব্বির বিল্লাহ, ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের শিক্ষক অহিদুজ্জামান সুপন, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, যুবদল নেতা শফিকুল ইসলাম শিমুল প্রমুখ।