নোংরা রাজনীতিতে দীর্ঘদিন ফুটবলের উন্নয়ন থমকে ছিল : তাবিথ আউয়াল

বাসস
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ২০:৪৮ আপডেট: : ০৩ অক্টোবর ২০২৫, ২০:৫৩
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজিত মতবিনিময় সভা করেন। ছবি: বাসস

চাঁপাইনবাবগঞ্জ, ৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : খেলায় নোংরা রাজনীতি ঢুকে যাওয়ায় দীর্ঘদিন ফুটবলের উন্নয়ন থমকে গিয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

আজ শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

চেম্বার ভবনে অনুিিষ্ঠত মতবিনিময় সভায় তিনি বলেন, গ্রামীণ ক্রীড়া উন্নয়নে, বিশেষ করে ফুটবলের উন্নয়নে আমাদের অনেক কাজ বাকি আছে। আমরা কোনো উন্নয়ন দেখছিলাম না। আপনাদের সহযোগিতায় বিগত ১১ মাস আগে নতুন কমিটি গঠিত হয়েছে। সেই কমিটি চেষ্টা করছে খেলাটা যেন মাঠে ফেরত আসে।

তাবিথ আউয়াল বলেন, আমি তরুণ সমাজের জন্য তাদের উন্নয়নে অবদান রাখতে চাই। আমি এ যাত্রায় ফুটবলকে বেছে নিয়েছি। ২০১২ সালে আমার ফুটবল যাত্রায় আওয়ামী লীগের আমলেও বাফুফের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি। সেখানেও চাঁপাইনবাবগঞ্জের ভোট ও সহযোগিতায় আমি বারবার নির্বাচিত হয়েছি।

বাফুফে সভাপতি বলেন, আমরা চেষ্টা করছি দ্রুত একটা নির্বাচিত কমিটিতে যাওয়ার জন্য। তার আগে একটি আহ্বায়ক কমিটি দিতে হবে। এই কমিটিতে আমরা চেষ্টা করছি, শুধু খেলোয়াড় সংগঠক, সাবেক খেলোয়াড়, রেফারি, কোচ এবং ক্লাব চালায় এমন লোকজনদের রাখতে। এই মুহূর্তে আমরা কারো ধর্ম, জাত, রাজনৈতিক পরিচয় দেখতে চাই না।

তাবিথ আউয়াল বলেন, আহ্বায়ক কমিটি গঠনের আগেই যাতে জেলা পর্যায়ে কিছু ফান্ডের ব্যবস্থা করা যায়, সে চেষ্টা করা হচ্ছে। আমরা চাচ্ছি, মন্ত্রণালয়কে ব্যবহার করে জেলা প্রশাসন ও এলাকার ক্রীড়া সংস্থাকে ব্যবহার করে স্টেডিয়ামগুলোর উন্নয়ন করার। আমরা উপর আস্থা রাখেন, আমরা শিগগিরই আহ্বায়ক কমিটি গঠন করে আর্থিক সংস্থানের ব্যবস্থা করে দেব বলেও আশ্বাস দেন তাবিথ আউয়াল।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম, পরিচালক মনিরুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. মুস্তাফিজুর রহমান মুকুল প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভাষা সৈনিক আহমদ রফিকের মৃত্যু অপূরণীয় ক্ষতি : ঢাবি সাদা দল
জনগণের প্রত্যাশা পূরণ করলে ভোট চাইতে হয় না : হাসনাত আব্দুল্লাহ
বাংলাদেশকে ১৪৮ রানের টার্গেট দিল আফগানিস্তান
সংস্কৃতির ভেতরেই রাজনীতির সৃজনশীলতা নিহিত : দুদু
শিগগিরই পাবনা-ঢাকা সরাসরি রেল যোগাযোগ চালু হবে : রেল সচিব
নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
ঢাবিতে পাঁচ দিনব্যাপী শিল্প প্রদর্শনী শুরু 
নির্বাচনে বিএনপি কত আসন ছাড়বে তা আলোচনার বিষয় : সালাহউদ্দিন
মিরপুরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বহির্বিভাগ উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার
রাষ্ট্র সংস্কার আন্দোলনের নাম বদলে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন
১০