অনিয়মের অভিযোগে বিডিরেনে দুদকের অভিযান

বাসস
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ২০:২৭

ঢাকা, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস): ক্রয়নীতি, মানবসম্পদ ব্যবস্থাপনা এবং কার্যাদেশ প্রদানে অনিয়মসহ নানাবিধ অভিযোগে বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক (বিডিরেন)-এ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদক প্রধান কার্যালয় থেকে এ অভিযান চালানো হয়েছে। দুদকের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দুদক জানায়, অভিযানকালে অভিযোগ-সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করা হয় এবং বিডিরেন-এর প্রধান অর্থ কর্মকর্তাসহ (সিএফও) সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির বক্তব্য গ্রহণ করা হয়। তথ্য-উপাত্তের তাৎক্ষণিক বিশ্লেষণে অভিযোগের প্রাথমিক সত্যতা টিমের কাছে প্রতীয়মান হয়।

এদিকে, নওগাঁ জেলার বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও নানাবিধ অনিয়মের অভিযোগে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুদকের নওগাঁ সমন্বিত জেলা কার্যালয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ হাসপাতালের বিভিন্ন ইউনিট পরিদর্শন করে। টিম ভর্তিকৃত রোগীদের সঙ্গে চিকিৎসাসেবা ও সার্বিক ব্যবস্থাপনা-সংক্রান্ত বিষয়ে কথা বলে এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকগণের বায়োমেট্রিক হাজিরা তালিকা সংগ্রহ করে।

এছাড়াও, হাসপাতালের স্টোরহাউস থেকে ওষুধ মজুত ও বিতরণ-সংক্রান্ত স্টক রেজিস্টারসহ অন্যান্য রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সরেজমিন পরিদর্শনে হাসপাতালের সার্বিক পরিবেশ অপরিচ্ছন্ন দেখা যায়, বিশেষত বাথরুমসমূহ নোংরা ও ব্যবহার-অনুপযোগী অবস্থায় পাওয়া গেছে। এছাড়াও অভিযানকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে সরকারি গাড়ি ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহারের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা সাপেক্ষে টিম প্রাপ্ত অনিয়মসমূহের বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত চেয়ে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর
১০