সরকারি কর্মকর্তাদের শুরু থেকে শেষ পর্যন্ত সততা ও নৈতিকতা ধারণ করতে হবে : ভূমি সচিব

বাসস
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ২০:৩৪
এ এস এম সালেহ আহমেদ। ছবি : সংগৃহীত

ঢাকা, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস): ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, সরকারি কর্মকর্তাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সততা ও নৈতিকতা ধারণ করতে হবে। কর্মকর্তাদের দেশের ভবিষ্যৎ প্রশাসনের চালিকা শক্তি উল্লেখ করে তিনি বলেন, সবার আগে দেশপ্রেম, এটা প্রতিটি ক্ষেত্রে মনে রাখতে হবে।

আজ রোববার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণে তিনি এসব কথা বলেন। প্রশিক্ষণে ২২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শরিফুল ইসলাম, সায়মা ইউনুস ও মোহাম্মদ মাহফুজুর রহমান।

কর্মকর্তাদের উদ্দেশ্যে সিনিয়র ভূমি সচিব বলেন, জনগণের প্রতি জবাবদিহিতা, স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতা হতে হবে আপনাদের কর্মপথের মূল দিকনির্দেশনা। এই সময়ে সরকার প্রশাসনে ডিজিটালাইজেশন, দক্ষতা উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে। আর কাজের ক্ষেত্রে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি আরো বলেন, দায়িত্ব পালন শুধু অফিস সময়ের মধ্যে সীমাবদ্ধ নয় এটি একটি নৈতিক প্রতিশ্রুতি। জনগণের সমস্যাকে নিজের সমস্যা হিসেবে বিবেচনা করুন, তাদের অধিকার রক্ষায় সৎ ও দৃঢ় থাকুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর
১০