আন্তর্জাতিক মঞ্চে এমআইএসটি: ফর্মূলা স্টুডেন্ট চায়না ২০২৫-এ এমআইএসটি বিএলআইটিজেড- এর গৌরবজ্জল সাফল্য

বাসস
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৯:৩২
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৫ : মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি)-এর ফর্মুলা স্টুডেন্ট টিম এমআইএসটি বিএলআইটিজেড চীনের ঝোংঝোতে অনুষ্ঠিত ‘ফর্মুলা স্টুডেন্ট চায়না ২০২৫’ এ অংশগ্রহণ করে বাংলাদেশের জন্য এনেছে এক অনন্য গৌরব।

বিশ্বের ৭৬টি আন্তর্জাতিক দলের সঙ্গে প্রতিযোগিতা করে এমআইএসটি বিএলআইটিজেড অর্জন করেছে ‘লিডিং কনভে অ্যাওয়ার্ড’ (সেরা বিদেশি দল) ও ‘বেস্ট প্রেজেন্টেশন পারফরম্যান্স অ্যাওয়ার্ড’ পাশাপাশি ‘বিজনেস প্ল্যান উপস্থাপন’ ক্যাটাগরিতে ৪র্থ স্থান অর্জন করেছে-যা একটি নবগঠিত দলের জন্য এক অসাধারণ সাফল্য।

২০২৪ সালের এপ্রিলে গঠিত ৩১ সদস্যের দলটি এমআইএসটি’র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে তৈরি করেছে তাদের প্রথম ফর্মুলা স্টাইল রেস কার ‘ফিউরিওসা ১.০’ গাড়িটি সফলভাবে সকল টেকনিক্যাল ইনস্পেকশন উত্তীর্ণ হয়ে এনডুরেন্স ট্র্যাকে দুই ল্যাব সম্পন্ন করেছে-যা এরকম প্রতিযোগিতায় বাংলাদেশি কোন দলের প্রথমবারের মতো অংশগ্রহণেই আন্তর্জাতিক অঙ্গনে এক ঐতিহাসিক অর্জন। এমআইএসটি দলের উদ্ভাবনী ও সাশ্রয়ী ডিজাইন, স্থানীয়ভাবে উৎপাদনযোগ্য উপকরণ ব্যবহারের সক্ষমতা এবং পেশাদার উপস্থাপনার জন্য বিচারকরা বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন।

এ অর্জন সম্পর্কে এমআইএসটি’র কমান্ড্যান্ট বলেন, ‘এমআইএসটি বিএলআইটিজেড’ প্রমাণ করেছে যে, আমাদের তরুণ প্রকৌশলীরা বিশ্বমানের প্রতিযোগিতায় অংশ নেওয়ার মতো সৃজনশীলতা, জ্ঞান ও দক্ষতা রাখে।

৩০০ কেজি ওজনের গাড়িটি চীনে পরিবহনের মতো বড় লজিস্টিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও, বাংলাদেশ দূতাবাস (বেইজিং) ও স্থানীয় স্পনসরদের সহায়তায় দলটি সব বাধা অতিক্রম করে এই সাফল্য অর্জন করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ক্যাপ্টেন সাহাবুদ্দিন আহমেদ, বীর উত্তম এর রাষ্ট্রীয় ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত
অনিবন্ধিত ট্রাভেল এজেন্সিগুলোকে ৬ নভেম্বরের মধ্যে নিবন্ধনের নির্দেশ
বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স ও ইএমই কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
আন্তঃবাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতাু২০২৫-এর সমাপনী অনুষ্ঠিত
চলতি মাসে দেশে রেমিট্যান্স প্রবাহ ৯.৬ শতাংশ বেড়েছে
অস্ট্রেলিয়ার কাছে বড় হার বাংলাদেশের
মিরপুরে রাসায়নিক গুদামে আগুনে নিহত ১৬ জনের ময়নাতদন্ত সম্পন্ন
ডেঙ্গু আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৫
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ৩১ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
স্থায়ী যুদ্ধবিরতির বল ‘আফগান তালেবানের কোর্টে’ : পাকিস্তানের প্রধানমন্ত্রী
১০