ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস): বিদেশে অর্থপাচারের অভিযোগে ইস্টার্ন ব্যাংক পিএলসি'র চেয়ারম্যান শওকত আলী চৌধুরী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক প্রধান কার্যালয়ে জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বাসসকে এ তথ্য জানিয়েছেন। গত ১৩ অক্টোবর তাদের বিরুদ্ধে দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
দুদক জানায়, ইস্টার্ন ব্যাংক পিএলসির চেয়ারম্যান শওকত আলী চৌধুরী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ব্যাংক হিসাবে আট হাজার কোটি টাকা লেনদেন এবং এলসির মাধ্যমে জাহাজ ভাঙার নামে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে শেল কোম্পানি দেখিয়ে বিদেশে টাকা পাচারের অভিযোগটি অনুসন্ধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।