ডাকাতি মামলায় মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালকসহ ৬ জনের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১৭:৩০ আপডেট: : ২০ অক্টোবর ২০২৫, ১৭:৫৯
ফাইল ছবি

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজধানীর জিন্দাবাজার এলাকার এক জুয়েলারি দোকান থেকে ৯০ ভরি স্বর্ণ ডাকাতির অভিযোগে করা মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম সাকিব হোসেনসহ ছয়জনের বিভিন্ন মেয়াদের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

এছাড়া, অভিযোগ প্রমাণিত না হওয়ায় হারুন মুন্সী নামক মামলার একজন অভিযুক্তকে খালাস দিয়েছে আদালত। আজ ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৮ এর বিচারক শিহাবুল ইসলাম এ রায় ঘোষণা করেন বলে আদালতের বেঞ্চ সহকারী মিলন ইসলাম বাসসকে নিশ্চিত করেছেন।

আদালত আসামি এস এম সাকিব হোসেন ও জীবন পালের আট বছর করে সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দেয়। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরো তিন মাসের কারাভোগ করতে হবে।

অপরদিকে, আসামি মো. আমিনুল ইসলাম, রতন কুমার সেন, ইব্রাহিম শিকদার ও মো. এমদাদুল হককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাদের সকলকে আরো এক মাসের কারাভোগ করতে হবে।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে যে ২০২১ সালের ৭ জানুয়ারি সাকিব হোসেন, সেপাই আমিনুল ইসলাম ও হারুন রাজধানীর জিন্দাবাহার লেনের একটি স্বর্ণের দোকানে ডিবি পরিচয়ে গিয়ে দোকানের মালিককে তুলে নিয়ে যান এবং ৯০ ভরি স্বর্ণ ডাকাতি করেন।

এ ঘটনায় ১২ জানুয়ারি কোতোয়ালি থানায় ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী সিদ্দিকুর রহমান মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০২১ সালের ৫ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই রুবেল মল্লিক।

মামলাটি বিচার চলাকালে ২০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গৌরীপুরে সহিংসতার দায়ে বিএনপির ৫ নেতা বহিষ্কার
সাভারে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১২ নেতা-কর্মী গ্রেফতার
আরও ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ
চাঁদপুরের নতুন জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত
সালাহউদ্দিন আহমেদের কথায় অনশন ভাঙলেন আমজনতার তারেক 
দিনাজপুরে দুদকের ১৯০তম গণশুনানি সোমবার
রামপালে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
ঝিনাইদহের নতুন ডিসি আব্দুল্লাহ আল মাসউদ
২৬ ফেব্রুয়ারির পর নির্বাচন হলে জনগণ মেনে নেবে না: মির্জা ফখরুল
১০