শাপলা-প্রতীক পেলে এনসিপি গণতান্ত্রিক প্রতিনিধিত্বের পথে এগিয়ে যাবে: সারজিস আলম

বাসস
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১৮:৫৩
এনসিপির জয়পুরহাট জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভায় মঙ্গলবার প্রধান অতিথির বক্তব্য দেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: বাসস

জয়পুরহাট, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস): জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপি যদি শাপলা প্রতীক পায় তাহলে জনগণের প্রতিনিধিত্ব করার মাধ্যমে সাংবিধানিক ও নির্বাচনী প্রক্রিয়ায় দেশের গণতান্ত্রিক স্বার্থ রক্ষা ও বাস্তবায়নে দল এগিয়ে যাবে। 

জয়পুরহাট জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভায় আজ মঙ্গলবার প্রধান অতিথির বক্তব্যে এই এনসিপি নেতা বলেন, ‘এনসিপি কখনোই পোষা বিরোধী দল হিসেবে রাজনীতি করতে আসেনি; আমাদের উদ্দেশ্য সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করা অথবা শক্তিশালী বিরোধী দল হিসেবে জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা।’

তিনি বলেন, ‘জুলাই সনদে জনগণের আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নের বিষয়ে সঠিক দিকনির্দেশনা নেই, এটির আইনি ভিত্তি চাই। পাশাপাশি যেসব বিষয়গুলো জুলাই সনদে রয়েছে তা বাস্তবায়নের রোডম্যাপ দিতে হবে। শুধু কয়েকটি আসন পাব নির্বাচিত হব এ আশায় আমরা জুলাই সনদে স্বাক্ষর করতে পারি না।’

এনসিপি রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী ও জেলা যুগ্ম সমন্বয়ক ওমর আলী বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন। তারা দলটির গণতান্ত্রিক কার্যক্রম ও জনসংযোগ বাড়ানোর পরিকল্পনা তুলে ধরে বলেন, সঠিক প্রতীক ও স্বচ্ছ নির্বাচনী পরিবেশ নিশ্চিত হলে এনসিপি জনগণের দাবি-চাহিদা আরও কার্যকরভাবে সংসদে তুলে ধরতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গৌরীপুরে সহিংসতার দায়ে বিএনপির ৫ নেতা বহিষ্কার
সাভারে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১২ নেতা-কর্মী গ্রেফতার
আরও ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ
চাঁদপুরের নতুন জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত
সালাহউদ্দিন আহমেদের কথায় অনশন ভাঙলেন আমজনতার তারেক 
দিনাজপুরে দুদকের ১৯০তম গণশুনানি সোমবার
রামপালে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
ঝিনাইদহের নতুন ডিসি আব্দুল্লাহ আল মাসউদ
২৬ ফেব্রুয়ারির পর নির্বাচন হলে জনগণ মেনে নেবে না: মির্জা ফখরুল
১০