তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা কলেজে মিছিল-সমাবেশ

বাসস
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ২১:১৭
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা কলেজে মিছিল। ছবি: বাসস

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস): উত্তরাঞ্চলে 'তিস্তা মহাপরিকল্পনা' বাস্তবায়ন ও নদীর পানির হিস্যা নিশ্চিতের দাবিতে ঢাকা কলেজে মশাল মিছিল ও সমাবেশ হয়েছে।

সোমবার সন্ধ্যায় ঢাকা কলেজের নর্থ বেঙ্গল অ্যাসোসিয়েশনের আয়োজনে মূল ফটের সামনে এ বিক্ষোভ সমাবেশ হয়। পরবর্তীতে মশাল মিছিল নিয়ে সাইন্সল্যাব মোড় ঘুরে নীলক্ষেত হয়ে ক্যাম্পাসের সামনে শেষ হয়।

সমাবেশে ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান বলেন, উত্তরবঙ্গকে আলাদা করে দেখার কিছু নেই। তিস্তা দেশের সকলের জন্য প্রয়োজন। উত্তরবঙ্গের কৃষকের ফসল সারা দেশের মানুষ ভোগ করে। তাই আন্তর্জাতিক আইন অনুযায়ী তিস্তার পানির সুষ্ঠু বন্টন সরকারকে নিশ্চিত করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির এমপি প্রার্থী কামাল আহমেদ আনোয়ার বলেন, চীনের দুঃখ হোয়াংহো, আর বাংলাদেশের তিস্তা। উত্তরবঙ্গের মানুষের বৈষম্য দেখলে চোখে কান্না আসে। এর অবসান হওয়া উচিত।

তিনি আরও বলেন, যদি নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন না হয়, তাহলে সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে পুরো ঢাকায় মশাল মিছিল করব।

তিনি বলেন, তিস্তা পাড়ের মানুষ কষ্ট পাবে আমরা তা মেনে নেব না। উত্তরবঙ্গের আড়াই কোটি মানুষ পানি পায় না, ব্যাপারটা শুধু এমন নয়। তিস্তা সংকটে সারা বাংলাদেশের মানুষই পানি পায় না। সরকারের মাধ্যমে ভারতের কাছে অনুরোধ, সাধারণ মানুষকে হত্যা করবেন না।

ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য নাশিদ আলমসহ ঢাকা কলেজে উত্তবঙ্গের জেলাগুলোর সভাপতি এবং রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অবিশ্বাস্য হারে বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ
অগ্নিনিরাপত্তায় সচেতনতা বৃদ্ধির জন্য নরসিংদীতে গণসংযোগ কার্যক্রম
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৭৭৯ মামলা
টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন আর নেই
দেশজুড়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বাস ডাম্পিং, হাইড্রোলিক হর্ন, নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা
জালিয়াতি, অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানে দুদকের অভিযান
জুলাই যোদ্ধাদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক
গাজায় ১৫৩ টন বোমা ফেলেছে ইসরাইল
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
১০