তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা কলেজে মিছিল-সমাবেশ

বাসস
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ২১:১৭
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা কলেজে মিছিল। ছবি: বাসস

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস): উত্তরাঞ্চলে 'তিস্তা মহাপরিকল্পনা' বাস্তবায়ন ও নদীর পানির হিস্যা নিশ্চিতের দাবিতে ঢাকা কলেজে মশাল মিছিল ও সমাবেশ হয়েছে।

সোমবার সন্ধ্যায় ঢাকা কলেজের নর্থ বেঙ্গল অ্যাসোসিয়েশনের আয়োজনে মূল ফটের সামনে এ বিক্ষোভ সমাবেশ হয়। পরবর্তীতে মশাল মিছিল নিয়ে সাইন্সল্যাব মোড় ঘুরে নীলক্ষেত হয়ে ক্যাম্পাসের সামনে শেষ হয়।

সমাবেশে ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান বলেন, উত্তরবঙ্গকে আলাদা করে দেখার কিছু নেই। তিস্তা দেশের সকলের জন্য প্রয়োজন। উত্তরবঙ্গের কৃষকের ফসল সারা দেশের মানুষ ভোগ করে। তাই আন্তর্জাতিক আইন অনুযায়ী তিস্তার পানির সুষ্ঠু বন্টন সরকারকে নিশ্চিত করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির এমপি প্রার্থী কামাল আহমেদ আনোয়ার বলেন, চীনের দুঃখ হোয়াংহো, আর বাংলাদেশের তিস্তা। উত্তরবঙ্গের মানুষের বৈষম্য দেখলে চোখে কান্না আসে। এর অবসান হওয়া উচিত।

তিনি আরও বলেন, যদি নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন না হয়, তাহলে সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে পুরো ঢাকায় মশাল মিছিল করব।

তিনি বলেন, তিস্তা পাড়ের মানুষ কষ্ট পাবে আমরা তা মেনে নেব না। উত্তরবঙ্গের আড়াই কোটি মানুষ পানি পায় না, ব্যাপারটা শুধু এমন নয়। তিস্তা সংকটে সারা বাংলাদেশের মানুষই পানি পায় না। সরকারের মাধ্যমে ভারতের কাছে অনুরোধ, সাধারণ মানুষকে হত্যা করবেন না।

ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য নাশিদ আলমসহ ঢাকা কলেজে উত্তবঙ্গের জেলাগুলোর সভাপতি এবং রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গৌরীপুরে সহিংসতার দায়ে বিএনপির ৫ নেতা বহিষ্কার
সাভারে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১২ নেতা-কর্মী গ্রেফতার
আরও ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ
চাঁদপুরের নতুন জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত
সালাহউদ্দিন আহমেদের কথায় অনশন ভাঙলেন আমজনতার তারেক 
দিনাজপুরে দুদকের ১৯০তম গণশুনানি সোমবার
রামপালে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
ঝিনাইদহের নতুন ডিসি আব্দুল্লাহ আল মাসউদ
২৬ ফেব্রুয়ারির পর নির্বাচন হলে জনগণ মেনে নেবে না: মির্জা ফখরুল
১০