সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিনের বিরুদ্ধে দুদকের চার্জশিট 

বাসস
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ২১:৩৪
ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি। ছবি: সংগৃহীত

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস): বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান ও ঢাকা মহানগর আওয়ামী লীগের (দক্ষিণ) যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এ চার্জশিট দেওয়া হয়।

সোমবার বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন। ২০২৪ সালের ১৬ অক্টোবর কমিশনের উপ পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি করেন। পরে সেটি তদন্ত করেন সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম।

তদন্তে দেখা যায়, আসামি মহিউদ্দিন আহমেদ দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৬ লাখ ৩৭ হাজার ৬৫ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। একই সঙ্গে অসৎ উপায়ে অর্জিত অর্থ দ্বারা ৩ কোটি ৫৫ লাখ ৪০ হাজার ৫২৯ টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রেখেছেন।

এছাড়াও আসামির ঘোষিত স্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৯৬ লাখ ৮৩ হাজার ১৩২ টাকা বলা হলেও যাচাইয়ে পাওয়া যায় ২ কোটি ৪২ লাখ ৩৪ হাজার ৬৯৭ টাকার সম্পদ। এছাড়া অস্থাবর সম্পদ হিসেবে ঘোষিত ২ কোটি ৯৬ হাজার ২০১ টাকার বিপরীতে পাওয়া যায় ২ কোটি ৭০ লাখ ১৮ হাজার ৫১৬ টাকার সম্পদ।

মোট হিসেবে তার ঘোষিত সম্পদের তুলনায় ৪৬ লাখ ৩৭ হাজার ৬২ টাকার সম্পদ গোপনের তথ্য পাওয়া যায়। তদন্তে তার অর্জিত ও ব্যয়সহ মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১০ কোটি ২১ লাখ ৪ হাজার ৬৭৩ টাকা। এর মধ্যে বৈধ আয়ের উৎস হিসেবে গ্রহণযোগ্য আয় পাওয়া গেছে ৬ কোটি ৬৫ লাখ ৬৪ হাজার ১৪৪ টাকা, যা জ্ঞাত আয়ের ৩৪.৮০ ভাগের বেশি।

মামলার তদন্ত প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, তিনি বাংলাদেশ সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় বিভিন্ন দুর্নীতিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অবৈধ উপার্জন করেন এবং সেই অর্থ ব্যবসার ছদ্মাবরণে বৈধ করার চেষ্টা করেন।

দুদকের অনুমোদন অনুযায়ী, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা অনুযায়ী চার্জশিট দাখিল করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অবিশ্বাস্য হারে বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ
অগ্নিনিরাপত্তায় সচেতনতা বৃদ্ধির জন্য নরসিংদীতে গণসংযোগ কার্যক্রম
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৭৭৯ মামলা
টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন আর নেই
দেশজুড়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বাস ডাম্পিং, হাইড্রোলিক হর্ন, নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা
জালিয়াতি, অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানে দুদকের অভিযান
জুলাই যোদ্ধাদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক
গাজায় ১৫৩ টন বোমা ফেলেছে ইসরাইল
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
১০