হত্যাচেষ্টা মামলায় স্বাচিপের সদস্য সচিব টিটু কারাগারে

বাসস
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ২২:৪৫

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : ‎‎ ‎‎‎‎‎‎‎‎বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক আরিফুল ইসলাম জোয়াদ্দার টিটুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সদস্য সচিব ও আওয়ামী লীগ নেতা।

আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার  মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুস মিয়া তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে আজ শাহবাগ থানাধীন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ব্লক-ডি এর সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট শাহবাগ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্ররা তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন করছিলেন। সেই সময়ে বিএসএমএমইউ হাসপাতালের ভিতরে ও এক নং গেটের সামনে বিশ্ববিদ্যালয়ে চাকরিরত স্বাচিপসহ তৎকালীন ফ্যাসীবাহী আওয়ামী লীগ সরকারের আজ্ঞাবহ শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা জয় বাংলা স্লোগানসহ বৈষম্যবিরোধীদের বিরুদ্ধে শ্লোগানসহ ইট-পাটকেল নিক্ষেপ করে। 
এ সময় বৈষম্যবিরোধী ছাত্ররা শ্লোগান দিলে প্রশাসনিক ভবনের ভিতর থেকে এবং ছাদের উপর থেকে প্রায় ২৫-৩০ জন ডাক্তার, কর্মকর্তা, নার্স ও কর্মচারী মিলে বৃষ্টির মতো ইট পাটকেল ও ভারি বস্তু নিক্ষেপ করতে থাকে তাদের (বৈষম্যবিরোধী ছাত্রদের) ওপর। তাদের ছোড়া ইটের আঘাতে অনেক আন্দোলনকারী মারাত্মক জখম প্রাপ্ত হয়।

এ ঘটনায় ২০২৫ সালের ১৪ জানুয়ারি শাহবাগ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুবদল নেতাকে গুলি করে হত্যা : প্রধান আসামি জনির দায় স্বীকার
ড্রাম থেকে ব্যবসায়ীর ২৬ টুকরা লাশ উদ্ধার : জরেজসহ দুইজনের দায় স্বীকার
স্কটল্যান্ডে অনারারি কনসাল নিয়োগ
বাংলাদেশ দলের জন্য ক্রীড়া উপদেষ্টার ২ কোটি টাকা বোনাস ঘোষণা
রাজধানীতে ৬টি ককটেল নিষ্ক্রিয় করেছে সিটিটিসি
সেলিনা হায়াত আইভীকে আরও ৫ মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ
ঢাবি ডেপুটি রেজিস্ট্রার লাভলু কারাগারে
সিএসই পরিদর্শন করেছেন মালয়েশিয়ার রাষ্ট্রদূত
হাটহাজারী সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত : ব্যারিস্টার মীর হেলাল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার
১০