
ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৫(বাসস): ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির ঐতিহাসিক রায়কে অভিনন্দন জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ)। এই রায়ের মধ্য দিয়ে জুলাই বিপ্লবে শহীদ ছাত্র-জনতার আত্মত্যাগ বিচারিক স্বীকৃতি পেল এবং রাষ্ট্রীয় ফ্যাসিবাদ প্রথমবার আইনের কাঠগড়ায় দাঁড়ালো।
দীর্ঘদিনের দমন-পীড়ন, রক্তপাত, গুম, হামলা ও মানবাধিকার লঙ্ঘনের পর এই রায় জাতির সামনে একটি নতুন ন্যায়বিচারের পথ খুলে দিয়েছে। আজ এক বিবৃতিতে ইউটিএফ’র আহ্বায়ক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং সদস্য সচিব ড. শামীম হামিদী এ কথা বলেন।
তারা বলেন, রায়ের মাধ্যমে জনগণের বিজয় আরও সুদৃঢ় হলো এবং এই ঐতিহাসিক সিদ্ধান্ত দ্রুত কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। কোনো বিলম্ব বা ষড়যন্ত্র যেন বাস্তবায়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, এটি নিশ্চিত করা এখন সময়ের দাবি।
বিবৃতিতে আরও বলা হয়, বিচারকে বানচাল করার লক্ষ্যে দেশি-বিদেশি অপশক্তির ষড়যন্ত্র, আগুন-সন্ত্রাস, চোরাগুপ্তা হামলা, অস্থিরতা সৃষ্টি এবং ভিন্নমতকে দমন করার কৌশল এখনো সক্রিয়। প্রশাসনকে হামলাকারী, পরিকল্পনাকারী, অর্থদাতা ও সহযোগীদের দ্রুত গ্রেফতার করে বিচারের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।