দেশের প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে: বক্তারা

বাসস
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ২০:০৬
ছবি: বাসস

রাজশাহী, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস): রাজশাহীতে আজ বুধবার ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, জনগণের প্রোটিনের চাহিদা মেটাতে দেশের প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।

বক্তারা বলেন, বর্তমানে দেশ প্রাণিসম্পদ খাতে স্বনির্ভর হয়েছে। গ্রামে ও শহরে গবাদিপশু পালন জনপ্রিয় হয়ে উঠেছে।

আজ বুধবার নগরীর কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা ও বিশেষজ্ঞরা এসব কথা বলেন।

২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে প্রথমবারের মতো ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি : প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, ২০২৫’ উদযাপন করা হচ্ছে।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগের কমিশনার ড. এ. এন. এম. বজলুর রশীদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে জেলা প্রশাসক আফিয়া আখতার সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ বিভাগের বিভাগীয় পরিচালক ড. আনন্দ কুমার অধিকারী, অতিরিক্ত উপ-মহাপরিদর্শক নওরোজ হাসান তালুকদার, রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার নাজমুল হাসান এবং পুলিশ সুপার ফারজানা ইসলামও বক্তব্য রাখেন।

কমিশনার বজলুর রশীদ বলেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫-এর প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হলো— আধুনিক প্রাণিসম্পদ প্রযুক্তির সম্প্রসারণ, নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা এবং এ খাতে উদ্যোক্তা সৃষ্টিকে উৎসাহিত করা।

তিনি খাতটির অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে বলেন, প্রাণিসম্পদ বাংলাদেশের সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি আরো উল্লেখ করেন, বর্তমানে দেশের পোল্ট্রি শিল্প দ্বিতীয় বৃহত্তম কর্মসংস্থান সৃষ্টিকারী খাত।

ড. বজলুর রশীদ সংশ্লিষ্ট সবাইকে এ কর্মসূচি সফল করার আহ্বান জানান, যাতে এ খাতে যুক্ত মানুষজন এর পূর্ণ সুফল ভোগ করতে পারে।

এর আগে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কৃষকরা রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করেন এবং নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে এসে তা শেষ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কসমোপ্রফ-ভারত ২০২৫ : আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনীতে বাংলাদেশের উপস্থিতি
ফাইন্যান্সিয়াল ক্রাইম প্রতিরোধে সিআইডি-বাংলাদেশ ব্যাংক-এমএফএসের মতবিনিময় সভা
৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
আসন্ন নির্বাচনে ভুয়া তথ্য মোকাবেলায় সিআইডি-টিকটকের কাঠামোবদ্ধ সমন্বয়ের উদ্যোগ
মুগদায় পিস্তল-গুলি, ম্যাগজিন ও প্রাইভেটকারসহ ৫ জন গ্রেফতার
ইসিতে আইনশৃঙ্খলা বিষয় মতবিনিময় সভা বৃহস্পতিবার
ডিআরইউ লেখক সম্মাননা পেলেন ২৯ সাংবাদিক
ডিসেম্বরে ওয়ান স্টপ ডিজিটাল সার্ভিস ও আধুনিক ল্যান্ডিং পেজ চালু করবে ডিএসই 
হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি নিয়োগে দরখাস্ত আহ্বান করে গণবিজ্ঞপ্তি
একটি দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল
১০