
ঢাকা, ১২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং নিরাপদ বাংলাদেশ গড়ার দাবিতে আজ শুক্রবার বিক্ষোভ মিছিল ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
সংগঠনটি জানায়, বিকেল ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরুর ডাক দেয়া হয়।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান এক বিবৃতিতে বলেন, দিনের আলোয় একজন রাজনৈতিক কর্মী ও প্রার্থীকে গুলি করার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এই হামলা দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির ভয়াবহ অবনতি ও নাগরিকদের জীবন-নিরাপত্তার প্রতি চরম হুমকির ইঙ্গিত বহন করে।
তিনি বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে দৃপ্ত অবস্থান নেওয়া এখন সময়ের দাবি। নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা কোনো একক সংগঠনের দায় নয়, এটি দেশের প্রত্যেক নাগরিকের অধিকার ও দায়িত্ব। তাই সবাইকে এগিয়ে এসে সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ হতে হবে।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা করেছে।