ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ছাত্র অধিকার পরিষদ

বাসস
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১৭:২১ আপডেট: : ১২ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৯

ঢাকা, ১২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং নিরাপদ বাংলাদেশ গড়ার দাবিতে আজ শুক্রবার বিক্ষোভ মিছিল ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। 

সংগঠনটি জানায়, বিকেল ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরুর ডাক দেয়া হয়।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান এক বিবৃতিতে বলেন, দিনের আলোয় একজন রাজনৈতিক কর্মী ও প্রার্থীকে গুলি করার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এই হামলা দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির ভয়াবহ অবনতি ও নাগরিকদের জীবন-নিরাপত্তার প্রতি চরম হুমকির ইঙ্গিত বহন করে। 

তিনি বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে দৃপ্ত অবস্থান নেওয়া এখন সময়ের দাবি। নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা কোনো একক সংগঠনের দায় নয়, এটি দেশের প্রত্যেক নাগরিকের অধিকার ও দায়িত্ব। তাই সবাইকে এগিয়ে এসে সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ হতে হবে।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ 
ওসমান হাদিকে গুলির ঘটনায় ক্ষুব্ধ গণতান্ত্রিক সংস্কার জোট
ওসমান হাদিকে গুলির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ তারেক রহমানের
হাদির ওপর আক্রমণ নির্বাচনী পরিবেশ বানচালের নীলনকশা : বিএনপি
দিনাজপুর হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বরাদ্দ ৩ কোটি ৩০ লাখ টাকা 
দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসকদের মনোনিবেশ করতে হবে : স্বাস্থ্য উপদেষ্টা
পিরোজপুরে জাতীয়তাবাদী যুবদলের মিছিল 
ওসমান হাদিকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানায় জামায়াত
সুনামগঞ্জে সুষ্ঠু নির্বাচন নিয়ে নাগরিক ভাবনা বিষয়ক গোলটেবিল বৈঠক
গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক: শিক্ষা উপদেষ্টা
১০