বাসস
  ২৫ আগস্ট ২০২৩, ১৫:২৪

নিউক্যাসলের বিপক্ষে লিভারপুলের যোগ্যতার পরীক্ষা, ম্যানইউ চায় লিগ শিরোপা

ম্যানচেস্টার (যুক্তরাজ্য), ২৫ আগস্ট ২০২৩ (বাসস/এএফপি): আগামী রোববার প্রিমিয়ার লিগে  নিউ ক্যাসলের  বিপক্ষে ম্যাচেই লিভারপুলের নতুন চেহারার মাঝ মাঠের দক্ষতার প্রমান মিলবে। 
আগামীকাল শনিবার লিগের আরেক ম্যাচে প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের লক্ষ্য স্থির করা ম্যানচেস্টার ইউনাইটেড লড়বে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে। তবে এখনো পর্যন্ত পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ব্রাইটন। মুল খেলোয়াড় অ্যালেক্সিস ম্যাক এলিস্টার ও মোইসেস কাইসেডোকে বিক্রির পরও লিগের প্রথম দুই ম্যাচে আট গোল করেছে ক্লাবটি।
প্রথম ম্যাচে চেলসিকে হারাতে না পেরে নিজ সমর্থকদের কাছেই দারুন সমালোচিত হয়েছিল লিভারপুল। বিদায়ী তারকা ফাবিনহো ও জর্ডান হেন্ডারসনের পরিবর্তে  ৩০ বছর বয়সি অধিনায়ক জাপানের ওয়াতারু এনডোকে মাঠে নামিয়েছিল রেডসরা। গত মৌসুমে দুই ম্যাচেই নিউক্যাসলকে হারিয়েছিল লিভারপুল। তারপরও পয়েন্ট তালিকার চতুর্থ স্থান নিয়ে মৌসুম শেষ করেছে ম্যাগপাইরা।
নিজেদের মাঠে এ্যাস্টন ভিলাকে  ৫-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করেছিল নিউক্যাসল। তবে পরের ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির কাছে ১-০ গোলে হেরে যায় ইত্তেহাদ স্টেডিয়ামে। তবে রোববারের ম্যাচে ম্যাক এলিস্টারকে ফিরে পাবে লিভারপুল। ক্লাবটির হয়ে অভিষেক ম্যাচেই লাল কার্ড দেখে নিষেধাজ্ঞায় পড়তে হয়েছিল তাকে। তবে বোর্নমাউথের বিপক্ষে ওই ম্যাচে ৩-১ গোলে জয় পায় লিভারপুল।
এদিকে দীর্ঘ ১১ বছর শিরোপার বাইরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড এই মৌসুমের শিরোপা জয়ের লক্ষ্য স্থির করলেও তাদের যে সুচনা তা খুব একটা ভাল হয়নি। কারণ প্রথম ম্যাচে টটেনহ্যাম হটস্পার্সের কাছে ২-০ গোলে হেরে যাবার পর উল্ফসের মাঠেও ধুকতে হয়েছে তাদের। শেষ পর্যন্ত অবশ্য ১-০ গোলের জয় নিয়ে মান বাঁচায় রেড ডেভিলসরা।
নতুন স্ট্রাইকার রাসমাস হলান্ডের অনুপস্থিতির কারণে আক্রমনভাগে খুব একটা সুবিধা করতে পারছে না এরিক টেন হাগের শিষ্যরা। পিঠে ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন রাসমাস। শনিবার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষেও খেলতে পারছেন না তিনি। আরেক তারকা ম্যাসন মাউন্টের আরেকটি ইনজুরি টেন হাগের সব পরিকল্পনাকেই শেষ করে দিতে পারে।
অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ ও চেলসি ছেড়ে আসা মাউন্ট উদ্বোধনী সপ্তাহে মাঝমাঠে সুবিধা করতে পারেননি। অথচ ফার্নান্দেজ, ক্রিস্টিয়ান এরকিসেন ও কাসেমিরোকে নিয়ে গড়া মিডফিল্ড নিয়ে গত মৌসুমে ২৫ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে পরাজিত হতে হয়েছিল ইউনাইটেডকে।