বাসস
  ১১ জানুয়ারি ২০২৫, ১৮:৪১

হ্যানয় গ্র্যান্ড মাস্টার্স-২ দাবা প্রতিযোগিতায় ফাহাদ পরাজিত

ঢাকা, ১১ জানুয়ারি ২০২৫ (বাসস) : ভিয়েতনামের হ্যানয় শহরে  অনুষ্ঠিত হ্যানয় গ্র্যান্ড মাস্টার্স-২ দাবা প্রতিযোগিতায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান তৃতীয় রাউন্ডের খেলায় ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক মাস্টার সেতিয়াকি আজারিয়া জোদির কাছে পরাজিত হয়েছেন।

এর আগে গতকাল দ্বিতীয় রাউন্ডের খেলায় শ্রীলংকার আন্তর্জাতিক মাস্টার লিয়েনানগে রানিনদু দিলশানের সাথে ফাহাদ ড্র করেছিলেন। 

গতকাল থেকে হ্যানয় শহরে এই খেলা শুরু হয়েছে। 

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠানরত এ ইভেন্টে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, শ্রীলংকা ও ভিয়েতনামের ৩ জন গ্র্যান্ড মাস্টার, ৫ জন আন্তর্জাতিক মাস্টার ও ১ জন ফিদে মাস্টারসহ মোট ১০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।