
ঢাকা, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় ক্রিকেট লিগে ২৭তম আসরে টানা দ্বিতীয় ম্যাচে ড্র করল ময়মনসিংহ বিভাগ ও রংপুর বিভাগ। নিজেদের প্রথম ম্যাচে সিলেট বিভাগের সাথে ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের সাথে ড্র করেছিল রংপুর। ফলে সমান ২ ম্যাচ করে খেলে ৪ করে পয়েন্ট আছে ময়মনসিংহ ও রংপুরের।
কক্সবাজার ময়মনসিংহের ৬ উইকেটে ৫৫৫ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ১৮ রান করেছিল রংপুর। গতকাল তৃতীয় দিন বৃষ্টি ও আউটফিল্ড ভেজা থাকায় মাঠেই নামতে পারেনি দু’দল।
চতুর্থ দিন ময়মনসিংহের বোলারদের তোপে ১২৭ রানে অলআউট হয়ে ফলো-অনে পড়ে রংপুর। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করে অপরাজিত থাকেন আলাউদ্দিন বাবু। ময়মনসিংহের আরিফ আহমেদ ৩টি, আবু হায়দার ও শহিদুল ইসলাম ২টি করে উইকেট নেন।
ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ৩৩ ওভারে ২ উইকেটে ১১২ রান করে রংপুর। এরপরই ম্যাচটি অমিমাংসিতভাবে শেষ হয়। ৪টি চার ও ৬ ছক্কায় ৬৯ রানে অপরাজিত থাকেন ওপেনার আব্দুল্লাহ আল মামুন।
প্রথম ইনিংসে ১১৯ রানের অনবদ্য ইনিংসের সুবাদে ম্যাচ সেরা হন ময়মনসিংহের আব্দুল মাজিদ।