টানা দ্বিতীয় ড্র ময়মনসিংহ ও রংপুরের

বাসস
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১৯:৪২

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় ক্রিকেট লিগে ২৭তম আসরে টানা দ্বিতীয় ম্যাচে ড্র করল ময়মনসিংহ বিভাগ ও রংপুর বিভাগ। নিজেদের প্রথম ম্যাচে সিলেট বিভাগের সাথে ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের সাথে ড্র করেছিল রংপুর। ফলে সমান ২ ম্যাচ করে খেলে ৪ করে পয়েন্ট আছে ময়মনসিংহ ও রংপুরের।  

কক্সবাজার ময়মনসিংহের ৬ উইকেটে ৫৫৫ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ১৮ রান করেছিল রংপুর। গতকাল তৃতীয় দিন বৃষ্টি ও আউটফিল্ড ভেজা থাকায় মাঠেই নামতে পারেনি দু’দল। 

চতুর্থ দিন ময়মনসিংহের বোলারদের তোপে ১২৭ রানে অলআউট হয়ে ফলো-অনে পড়ে রংপুর। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করে অপরাজিত থাকেন আলাউদ্দিন বাবু। ময়মনসিংহের আরিফ আহমেদ ৩টি, আবু হায়দার ও শহিদুল ইসলাম ২টি করে উইকেট নেন। 

ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ৩৩ ওভারে ২ উইকেটে ১১২ রান করে রংপুর। এরপরই ম্যাচটি অমিমাংসিতভাবে শেষ হয়। ৪টি চার ও ৬ ছক্কায় ৬৯ রানে অপরাজিত থাকেন ওপেনার আব্দুল্লাহ আল মামুন। 

প্রথম ইনিংসে ১১৯ রানের অনবদ্য ইনিংসের সুবাদে ম্যাচ সেরা হন ময়মনসিংহের আব্দুল মাজিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা বিএনপির ৭ দিনব্যাপী কর্মসূচি
২০২৪ সালে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ২.৩ শতাংশ বেড়েছে : জাতিসংঘ
সাবেক এমপি নিজাম হাজারীর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
১০