মুশফিকের সেঞ্চুরির ম্যাচে টানা দ্বিতীয় ড্র সিলেটের

বাসস
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১৯:৩৪
ছবি : সংগৃহীত

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় ক্রিকেট লিগের ২৭তম আসরের দ্বিতীয় রাউন্ডে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের সেঞ্চুরির ম্যাচে ঢাকা বিভাগের সাথে ড্র করল সিলেট বিভাগ। 

প্রথম রাউন্ডেও নিজ নিজ ম্যাচ ড্র করেছিল ঢাকা ও সিলেট। রংপুর বিভাগের সাথে ঢাকা এবং ময়মনসিংহের সাথে ড্র করেছিল সিলেট। ফলে ২ ম্যাচ শেষে সমান ৪ করে পয়েন্ট আছে ঢাকা ও সিলেটের। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে তৃতীয় দিন শেষে ৯৩ রানে অপরাজিত ছিলেন মুশফিক। সেঞ্চুরি থেকে ৭ রান দূরে ছিলেন তিনি।

ম্যাচের চতুর্থ ও শেষ দিন প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯তম সেঞ্চুরির স্বাদ নেন মুশফিক। ঢাকার স্পিনার তাইবুর রহমানের বলে বোল্ড হন মুশফিক। ৮ চার ও ২ ছক্কায় ২০৫ বলে ১১৫ রান করেন তিনি। প্রথম ইনিংসে ২৯০ রানে অলআউট হয় সিলেট। প্রথম ইনিংসে ৩১০ রান করেছিল ঢাকা। 

বোলিংয়ে ঢাকা বিভাগের হয়ে ৫০ রানে ৪ উইকেট নেন পেসার রিপন মন্ডল। 

প্রথম ইনিংস থেকে পাওয়া ২০ রানের লিডকে সাথে নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৯৮ রানের সূচনা করে ঢাকা বিভাগ। ব্যক্তিগত ৩৬ রানে আউট হন আনিসুল ইসলাম ইমন। 

দ্বিতীয় উইকেটে ৭৭ রানের জুটিতে দলের লিড বড় করেন আরেক ওপেনার জিশান আলম ও আশিকুর রহমান শিবলি। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে স্পিনার নাবিল সামাদের বলে ৯৪ রানে আউট হন জিশান। তার ১২৫ বলের সাজানো ইনিংসে ৯টি চার ও ৪টি ছক্কা ছিল। 

দলীয় ১৭৫ রানে জিশান ফেরার পর ২ উইকেটে ২২২ রানে ইনিংস ঘোষণা করে ঢাকা। সিবলি ৫৯ ও মার্শাল আইয়ুব ১৬ রানে অপরাজিত থাকেন। 

২৪৩ রানের টার্গেটে খেলতে নেমে ৪ ওভার ব্যাট করে বিনা উইকেটে ১৩ রান করে সিলেট। এরপর ম্যাচটি ড্র মেনে নেয় দু’দলের ক্রিকেটাররা।

ঢাকার হয়ে প্রথম ইনিংসে ১২২ রান করায় ম্যাচ সেরা হন অধিনায়ক ও উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা বিএনপির ৭ দিনব্যাপী কর্মসূচি
২০২৪ সালে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ২.৩ শতাংশ বেড়েছে : জাতিসংঘ
সাবেক এমপি নিজাম হাজারীর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
১০