সাবেক এমপি নিজাম হাজারীর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ২১:৩৮
ছবি : সংগৃহীত

ঢাকা, ৪ নভেম্বর ২০২৫ (বাসস) : জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে সাবেক সংসদ সদস্য মো. নিজাম উদ্দিন হাজারীর স্ত্রী নুরজাহান বেগমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। উপসহকারী পরিচালক এ এম তাহের বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

দুদকের অনুসন্ধানে জানা গেছে, ২০২৫ সালের ১০ এপ্রিল নুরজাহান বেগম কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৫৩ কোটি ৬৩ লাখ ৮৫ হাজার ৮১৮ টাকার সম্পদের ঘোষণা দেন। যাচাই-বাছাইয়ে একই পরিমাণ সম্পদ তার নামে পাওয়া গেলেও, এর বিপরীতে বৈধ আয়ের উৎস পাওয়া গেছে মাত্র ১৬ কোটি ৪৫ লাখ ৫৪ হাজার ৪৩৪ টাকা। পারিবারিক ব্যয় বাবদ ৮ কোটি ১৫ লাখ ৮২ হাজার ৪৬৭ টাকা বাদ দিলে তার নিট সঞ্চয় দাঁড়ায় ৮ কোটি ২৯ লাখ ৭১ হাজার ৯৬৭ টাকা।

ফলে তিনি বৈধ উৎসবিহীনভাবে ৪৫ কোটি ৩৪ লাখ ১৩ হাজার ৮৫১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে দুদকের অনুসন্ধানে প্রতীয়মান হয়েছে।

এ ছাড়া নুরজাহান বেগম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র ফেনী শাখায় একটি চলতি হিসাব পরিচালনা করেন। ২০১৯ সালের ২২ মে থেকে ২০২৪ সালের ১৩ আগস্ট পর্যন্ত তিনি এ হিসাবে মোট ৪৩ কোটি ৩১ লাখ ৪৭ হাজার ৮০৩ টাকা ৬৪ পয়সার সন্দেহজনক লেনদেন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০