জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা বিএনপির ৭ দিনব্যাপী কর্মসূচি

বাসস
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ২১:৪৪
ছবি : বাসস

খুলনা, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা মহানগর বিএনপি সাত দিনের কর্মসূচি গ্রহণ করেছে।

আজ মঙ্গলবার মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা।

গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে—৬ নভেম্বর মহানগর যুবদলের আয়োজনে শহরের গুরুত্বপূর্ণ স্থানে ঐতিহাসিক দিবসটি নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী; ৭ নভেম্বর বিকেল ৪টায় শিববাড়ি মোড়ের জিয়া হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে, যা কেডিএ অ্যাভিনিউ হয়ে রয়্যাল স্কয়ারে গিয়ে শেষ হবে; ৮ নভেম্বর বিকেল ৩টা ৩০ মিনিটে শহীদ হাদিস পার্কে দিবসটির তাৎপর্য তুলে ধরে একটি জনসভা হবে।

এছাড়া, ৯ নভেম্বর দুপুরে মহানগর ওলামা দলের উদ্যোগে আবু হানিফ এতিমখানায় খাবার বিতরণ এবং বিকেল ৪টায় বিএনপি কার্যালয়ে মহিলা দলের আলোচনা সভা হবে; ১০ নভেম্বর কৃষক দল বিএনপি কার্যালয়ের সামনে গাছের চারা বিতরণ করবে; ১১ নভেম্বর শহীদ হাদিস পার্কে জাসাসের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ১৪ নভেম্বর আঞ্চলিক শ্রমিক দলের উদ্যোগে খালিশপুরে একটি জনসভা হবে।

সভায় অ্যাডভোকেট মনা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক সিপাহী-জনতার বিপ্লব দেশকে বহির্বিশ্বের প্রভাব থেকে মুক্ত করে এবং বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম করেছিল।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের জনগণ একটি কার্যকর, শক্তিশালী ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে।

সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা সৈয়দা নারগিস আলী, শেখ সাদি, মো. মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল, ফরিদ আহমেদ মোল্লা, আসাদুজ্জামান আসাদ এবং মুক্তিযোদ্ধা মো. আলমগীর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০