বাসস
  ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১৯
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৩৪

বিপিএলে আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানার কবলে লিটন

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ (বাসস) : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আচরণবিধি ভঙ্গের দায়ে  ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক লিটন দাসকে।
গত ২৬ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ চলাকালীন আচরণবিধি ভঙ্গের কারনে শাস্তির মুখে পড়েছেন লিটন।
ম্যাচ চলাকালীন লিটনের অশ্লীল অঙ্গভঙ্গি বিসিবির আচরণবিধি ভঙ্গের মধ্যে পড়ে।
জরিমানার পাশাপাশি লিটনের নামের পাশে ১টি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।
লিটন অপরাধ স্বীকার করে নেওয়ায় এবং ম্যাচ রেফারি সেলিম শাহেদের শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।