বাসস
  ২০ জানুয়ারি ২০২৫, ১৮:০৬

খাগড়াছড়িতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ (বালক/বালিকা) শুরু হয়েছে। ছবি : বাসস


খাগড়াছড়ি, ২০ জানুয়ারী ২০২৫ (বাসস) : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ (বালক/বালিকা) শুরু হয়েছে।

সোমবার সকালে খাগড়াছড়ি স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় মাটিরাঙ্গা উপজেলা বালক-বালিকা ও খাগড়াছড়ি সদর উপজেলার বালক-বালিকা দল অংশ নেয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌসি বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা, এন এস আই যুগ্ম পরিচালক নাছির মাহমুদ গাজী, ক্রীড়া সংগঠক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।