ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ব্যাটার অভিষেক শর্মা ঝড়ো হাফ-সেঞ্চুরিতে এশিয়া কাপ সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে জয়ের জন্য ১৬৯ রানের টার্গেট দিয়েছে ভারত। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান করেছে টিম ইন্ডিয়া। ৩৭ বলে ৭৫ রান করেন অভিষেক।
আজ দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা ভারতকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল। পাওয়ার প্লেতে ৭২ রান তুলেন দু’জনে।
সপ্তম ওভারে প্রথম আক্রমণে এসেই বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন স্পিনার রিশাদ হোসেন। ২টি চার ও ১টি ছক্কায় ১৯ বলে ২৯ রান করা গিলকে শিকার করেন রিশাদ। উদ্বোধনী জুটিতে ৩৮ বলে ৭৭ রান যোগ করেন গিল ও অভিষেক।
ইনিংসের অষ্টম ওভারে টি-টোয়েন্টিতে চতুর্থ হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ২৫ বল খেলা অভিষেক।
নিজেদের দ্বিতীয় ওভারেও উইকেটের দেখা পান রিশাদ। তিন নম্বরে নামা শিবম দুবেকে ২ রানে থামান তিনি।
দলের রান ১শ পার করে সাজঘরে ফিরেন অভিষেক। অধিনায়ক সূর্যকুমার যাদবের সাথে ভুল বুঝাবুঝিতে রান আউট হন তিনি। ৬টি চার ও ৫টি ছক্কায় ৩৭ বলে ৭৫ রান করেন অভিষেক।
দলীয় ১১২ রানে অভিষেক ফেরার পর দ্রুত দুই ব্যাটারকে হারায় ভারত। সূর্যকে ৫ রানে মুস্তাফিজ এবং তিলক ভার্মাকে ৫ রানে আউট করেন তানজিম হাসান সাকিব। এতে ভারতের রান তোলার গতিও কমে যায়। ১৫তম ওভারে ১২৯ রানে পঞ্চম উইকেট হারায় ভারত।
এরপর ষষ্ঠ উইকেটে ৩৪ বলে ৩৯ রানের জুটিতে ভারতকে লড়াকু পুুঁজি এনে দেন হার্ডিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল। ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান করে ভারত।
বাংলাদেশের রিশাদ ২টি, তানজিম-মুস্তাফিজ ও সাইফুদ্দিন ১টি করে উইকেট নেন। ম্যাচে ১ উইকেট নিয়ে টি-টোয়েন্টি ১৫০তম শিকার পূর্ণ করেন মুস্তাফিজ। এতে এই ফরম্যাটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন ফিজ।