অন্তর্বর্তী সরকারের আমলেই কুমিল্লা নামে বিভাগ প্রতিষ্ঠা সম্ভব

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০:৫৫
ছবি : বাসস

ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : কুমিল্লার মানুষ ‘কুমিল্লা’ নামেই বিভাগ চায় এবং তারা আর ধৈর্য্য ধরতে রাজি নয়। অন্তর্বর্তী সরকারের আমলেই বিভাগ প্রতিষ্ঠা করা সম্ভব এবং এটা যত দ্রুত সম্ভব ঘোষণা করতে হবে। 

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকা ও নাগরিক পরিষদ কুমিল্লার যৌথ আয়োজনে ‘কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবি’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আগামী নির্বাচনে দেশের মানুষের রায়ে ক্ষমতায় আসলে দ্রুত কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়ন করা হবে। যদি অন্তর্র্বর্তী সরকার আমাদের দাবিতে সাড়া না দেয়, তাহলে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই-আগামী নির্বাচনে যদি বাংলাদেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় আনে এবং আল্লাহ আমাদের সেই সুযোগ দেন, তাহলে সরকারে গিয়ে দ্রুততম সময়ে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করা হবে, ইনশাআল্লাহ। কুমিল্লাতে বিভাগ করতেই হবে। প্রশাসনিক প্রয়োজনে করতে হবে এবং কুমিল্লা নামের বাইরে অন্য কোনো নাম বিভাগ কুমিল্লার জনগণ মেনে নেবে না।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি সরকার তাদের দাবি অবহেলা করে, তাহলে দাবি আদায়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের মতো কঠোর আন্দোলন করা হবে। 

তিনি বলেন, ‘কুমিল্লার সব রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে কমিটি গঠন করে প্রধান উপদেষ্টার কাছে গেলে এই অন্তর্র্বর্তীকালীন সরকারের অধীনে কুমিল্লা নামে বিভাগ প্রতিষ্ঠা সম্ভব।’

সভায় আরও উপস্থিত ছিলেন বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকার সভাপতি এ বি এম শাহজাহান, নাগরিক পরিষদ কুমিল্লার সভাপতি ড. শাহ মোহাম্মদ সেলিম, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি এনামুল হক বাবলু, সাবেক অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াস, বৃহত্তর কুমিল্লা সমিতির ঢাকা সভাপতি আইনজীবী আব্বাস উদ্দীন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক দিদারুল আলম দিদার এবং কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা এর সভাপতি মো. সাজ্জাদ হোসেনসহ অন্যান্য বিশিষ্ট অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশজুড়ে ৩১ হাজার ৫৭৬ পূজামণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি মোতায়েন থাকবে
অন্তর্বর্তী সরকারের আমলেই কুমিল্লা নামে বিভাগ প্রতিষ্ঠা সম্ভব
চট্টগ্রামে পাহাড় থেকে ৬ ‘অস্ত্রধারী সন্ত্রাসী‘ আটক
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে অভিযানে ২৫ জন আটক
বাংলাদেশিদের ঝুঁকিপূর্ণ অভিবাসন পথ এড়িয়ে চলার আহ্বান
ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ ও বিশ্বরোড অংশের কাজ দ্রুত শেষ হবে : সড়ক পরিবহন সচিব
এনসিপির নিবন্ধনের সাথে শাপলা প্রতীক দিতে হবে : নাসির উদ্দিন পাটোয়ারী
অস্ত্র মামলায় রিমান্ড শেষে কারাগারে টগর
সৌদি আরব বাংলাদেশের জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়িতে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার প্রদান
১০