শিল্পকলা একাডেমি সারাদেশে একযোগে লালন উৎসব ও মেলা করবে

বাসস
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৩:১৯
ছবি: সংগৃহীত

ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ শিল্পকলা একাডেমি লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবসে সারাদেশে একযোগে লালন উৎসব ও লালন মেলা উদযাপন করবে।

প্রথমবারের মতো আগামী ১৭ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত কুষ্টিয়ায় ৩ দিনব্যাপী, ১৮ অক্টোবর ঢাকায় এবং ১৭ অক্টোবর দেশের ৬৪ জেলায় একযোগে লালন উৎসব ও লালন মেলা উদযাপিত হবে।

নতুন বাংলাদেশের সাংস্কৃতিক অভিযাত্রায় সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় লালন উৎসবে ভক্ত, সাধক আর শিল্পীদের মিলনমেলায় পরিনত হবে বলে আশা করা হচ্ছে।

আগামী ১৭ থেকে ১৯ অক্টোবর কুষ্টিয়ায় লালনের ভাব-দর্শন চর্চা, লালন সংগীতানুষ্ঠান ও লালন মেলা হবে।

১৭ অক্টোবর বিকাল ৪টায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়ার লালন ধামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

এতে স্বাগত বক্তৃতা করবেন- সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান।

লালন বক্তৃতায় মুখ্য আলোচক থাকবেন- আন্তর্জাতিক খ্যাতিমান লেখক ও গবেষক প্রফেসর গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। আরো অংশগ্রহণ করবেন- কবি, লেখক ও চিন্তক ফরহাদ মজহার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ-আল মামুন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন- কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর ভাবগীতির সুর আর গানের বাণীতে ভরে উঠবে ছেউড়িয়ার লালন ধাম। টুনটুন বাউল, সুনীল কর্মকার, রওশন ফকির, লতিফ শাহসহ গাইবেন সারাদেশ থেকে আগত বাউল-ফকিরগণ। ১৮ এবং ১৯ অক্টোবর সারাদেশ থেকে আগত বাউল-ফকিরদের গানে মুখরিত থাকবে ছেউড়িয়া লালন মেলা প্রাঙ্গন।

কুষ্টিয়ার পাশাপাশি ১৮ অক্টোবর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানেও থাকবে একই ধরনের আয়োজন। এই উৎসবে লালনের গান পরিবেশন করবেন- ইমন চৌধুরী ও বেঙ্গল সিম্ফনি, আলেয়া বেগম, লালন ব্যান্ড, নীরব অ্যান্ড বাউলস, মুজিব পরদেশী, পথিক নবী, সূচনা শেলী, বাউলা ব্যান্ড, অরূপ রাহীসহ আরো শিল্পী ও গানের দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০’র কোয়ার্টার ফাইনালে জারিফ আবরার
সুনামগঞ্জে শিশু অধিকার সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
শান্তিপূর্ণ রাকসু নির্বাচনের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ
চট্টগ্রামে দুটি রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা জরিমানা 
সাতক্ষীরায় হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত 
রাজবাড়ীতে মাইক্রোবাস চাপায় একব্যক্তি নিহত 
ফরিদপুরে বিশ্ব মান দিবস পালিত
চট্টগ্রাম বন্দরে মধ্যরাতে কার্যকর হল বর্ধিত ট্যারিফ
রাউজানের শীর্ষ সন্ত্রাসী কল্যাণ বড়ুয়া গ্রেপ্তার
উপকূলে জীবনমান উন্নয়নে শৈবাল চাষ বিষয়ক কর্মশালা
১০