মাদারীপুরে বিদ্যালয়ের ভবন নির্মানে অনিয়মের অভিযোগে দুদক’র অভিযান 

বাসস
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১৯:১৯

মাদারীপুর, ৪ নভেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ রাজৈর ও সদর উপজেলার দু’টি উচ্চ বিদ্যালয়ের বহুতল ভবন নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার দুপুরে জেলার রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের লুন্দি গ্রামের মালেক মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের এমএল উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত বহুতল ভবনে এ অভিযান পরিচালনা করা হয়।

উল্লেখ্য, দু’টি উচ্চ বিদ্যালেয়ের এই দু’টি ভবন দুর্যোগকালীণ পরিস্থিতিতে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ার কথা রয়েছে। 

মঙ্গলবার এ অভিযানে নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক (অ.দা.) মো. আখতারুজ্জামান। 

এসময় দুদকের জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সাইদুর রহমান অপুসহ চার সদস্যের একটি টিম উপস্থিত ছিলেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক (অ.দা.) মো. আখতারুজ্জামান জানান, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রকৌশলী ও স্থানীয় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তদারকিতে ভবন নির্মাণ করেছে মারুফ ইন্টারন্যাশনাল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এরমধ্যে মালেক মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের তিনতলা ভবনের জন্য প্রায় ৩ কোটি টাকা এবং  এমএল উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের জন্য প্রায় ৪ কোটি বরাদ্দ করেছে সরকার। 

তিনি জানান, রাজৈর উপজেলায় মালেক মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভবনে পাইলিং ৭০ ফুট দেওয়ার কথা কিন্তু সেখানে ৩০ ফুট দেওয়া হয়েছে এবং টেন্ডারে ৫৪ টি পাইলিং থাকলেও ৪৯ টি পাইলিং করা হয়েছে। একই ধরনের অভিযোগের ভিত্তিতে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের এমএল উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত বহুতল ভবনে অভিযান পরিচালনা করা হয়। 

উপ-পরিচালক (অ.দা.) মো. আখতারুজ্জামান জানান, টেকনিক্যাল ও ল্যাব টেস্টের রিপোর্ট দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। 

এ দুটি ভবনের টেন্ডারের সকল প্রয়োজনীয় কাগজপত্রের চাহিদা দেওয়া হয়েছে। সেগুলো যাচাই-বাছাই শেষে প্রধান কার্যালয়ের নির্দেশে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা বিএনপির ৭ দিনব্যাপী কর্মসূচি
২০২৪ সালে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ২.৩ শতাংশ বেড়েছে : জাতিসংঘ
সাবেক এমপি নিজাম হাজারীর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
১০