মালদ্বীপে প্রবাসী বাংলাদেশি শিশুদের কল্যাণে বাংলাদেশ-ইউনিসেফের যৌথ উদ্যোগ

বাসস
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১৯:২৩ আপডেট: : ০৪ নভেম্বর ২০২৫, ২০:২৬
প্রতীকী ছবি। ইউনিসেফ বাংলাদেশ

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস): মালদ্বীপে প্রবাসী বাংলাদেশি শিশুদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অন্তর্ভুক্তি ও সুযোগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও ইউনিসেফ যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। সম্প্রতি, মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম ও ইউনিসেফ প্রতিনিধি ড. এডওয়ার্ড অ্যাড্ডাই-এর মধ্যে আয়োজিত এক সৌজন্য বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

আজ মঙ্গলবার মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে উভয়পক্ষ মালদ্বীপে অবস্থানরত শিশুদের, বিশেষ করে বাংলাদেশি প্রবাসী শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও সাংস্কৃতিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

হাইকমিশনার ড. নাজমুল ইসলাম বলেন, শিশুদের শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় কার্যক্রম পরিচালনা কেবল মানবিক দায়িত্ব নয়, এটি শান্তি, কূটনীতি এবং টেকসই উন্নয়নেরও ভিত্তি। এছাড়াও আজকের বিশ্বে বহুপক্ষীয় সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন তিনি।

ইউনিসেফ প্রতিনিধি ড. এডওয়ার্ড অ্যাড্ডাই মালদ্বীপের অর্থনীতিতে বাংলাদেশি প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ইউনিসেফ মালদ্বীপে অবস্থানরত সব শিশুর, বিশেষ করে বাংলাদেশি শিশুদের, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় তিনি ১৮ বছরের নিচে বাংলাদেশি শিশুদের যে-কোনো সামাজিক সেবার প্রয়োজনে ইউনিসেফকে অবহিত করার জন্য হাইকমিশনকে অনুরোধ জানান।

ড. অ্যাড্ডাই প্রস্তাব করেন, ইউনিসেফ মালদ্বীপ, ইউনিসেফ বাংলাদেশ, মালদ্বীপ সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে একটি ত্রিপক্ষীয় সহযোগিতা কাঠামো গড়ে তোলা যেতে পারে, যা শিশুদের জন্য আরও শক্তিশালী সামাজিক সেবা নেটওয়ার্ক তৈরি করবে।

বৈঠকে উভয়পক্ষ শিশুদের মধ্যে অন্তর্ভুক্তি, আনন্দ ও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে শিশু উৎসব, ক্রীড়া প্রতিযোগিতা এবং সৃজনশীল কার্যক্রম আয়োজনের বিষয়েও আলোচনা করেন।

ড. এডওয়ার্ড অ্যাড্ডাই শিশু ও শিক্ষাবিষয়ক ক্ষেত্রে ড. নাজমুল ইসলামের নেতৃত্ব ও অঙ্গীকারের প্রশংসা করে আগামী ২৮ নভেম্বর মালদ্বীপে অনুষ্ঠেয় বিশ্ব শিশু দিবসের অনুষ্ঠানে তাকে ‘গেস্ট অব অনার’ হিসেবে আমন্ত্রণ জানান।

জবাবে ইউনিসেফের এসব উদ্যোগকে স্বাগত জানিয়ে হাইকমিশনার ড. নাজমুল ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে শিশুদের কল্যাণ, শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা বিএনপির ৭ দিনব্যাপী কর্মসূচি
২০২৪ সালে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ২.৩ শতাংশ বেড়েছে : জাতিসংঘ
সাবেক এমপি নিজাম হাজারীর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
১০