জয়পুরহাটে দুই আসনেই বিএনপির নতুন প্রার্থী 

বাসস
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১৯:১৪
ছবি: বাসস

জয়পুরহাট, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস): আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের দুইটি আসনেই নতুন দুই প্রার্থীকে মনোনয়ন দিয়েছে বিএনপি। 

সোমবার সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে মনোনীতদের নাম ঘোষণা করেন। 

তালিকা অনুযায়ী জয়পুরহাট-১ আসনে (জয়পুরহাট সদর ও পাঁচবিবি) মনোনয়ন পেয়েছেন মাসুদ রানা প্রধান ও জয়পুরহাট-২ আসনে (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) মনোনয়ন পেয়েছেন আব্দুল বারী।

মাসুদ রানা প্রধান জয়পুরহাট সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি সাবেক এমপি মরহুম মোজাহার আলী প্রধানের ছেলে। অপরদিকে আব্দুল বারী সাবেক সচিব ও ঢাকা জেলার সাবেক ডিসি।

নাম ঘোষণার পর রাতেই সর্বসাধারণ নতুন দুই নেতার বাড়িতে গিয়ে কুশল বিনিময় করেছেন। নাম ঘোষণার পর থেকে নতুন সাড়া জাগে বিএনপির তৃণমূল ও সাধারণ ভোটারদের মধ্যে। রাত থেকেই এলাকায় ভিন্নরূপে শুরু হয়েছে গণসংযোগ, কর্মী সভা ও সমাবেশ। 

প্রার্থী মাসুদ রানা প্রধান জানান, আমার বাবা মোজাহার আলী প্রধান জয়পুরহাট-১ আসনের এমপি ছিলেন। আমি ছোটবেলা থেকেই বাবার সঙ্গে থেকে রাজনীতি করতাম।

দীর্ঘদিন বাবার সঙ্গে থেকে জনগণের কাছে গেছি। এলাকাবাসীর বিপদে আপদে পাশে থেকেছি। বাবার মত জনতার পাশে থেকে জয়পুরহাটবাসীর সেবা করতে চাই। 

তিনি আরও বলেন, বিএনপি করার কারণে বিগত দিনে ক্রসফায়ারের ভয়ে হয়ে পালিয়ে দিন কাটিয়েছি। 

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাকে মূল্যায়ন করে জয়পুরহাটবাসীর সেবা করার জন্য মনোনীত করেছেন। এই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে জনগণের জন্য নিজেকে বিলিয়ে দিতে চাই। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা বিএনপির ৭ দিনব্যাপী কর্মসূচি
২০২৪ সালে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ২.৩ শতাংশ বেড়েছে : জাতিসংঘ
সাবেক এমপি নিজাম হাজারীর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
১০