ঢাকা, ১৫ অক্টোবর , ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক এমপি ফয়জুর রহমান বাদলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
তিনি ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নবীনগর উপজেলার সভাপতি।
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর নিউমার্কেট থানার মামলায় আজ (বুধবার) তাকে ঢাকার চিফ মেট্রোপলটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
এসময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তিনদিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ২৮ সেপ্টেম্বর রাতে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পরদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় ছাত্রলীগের সহায়তায় আসামিরা আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। এতে বেশ কয়েকজন ছাত্র ও সাধারণ মানুষ গুরুতর আহত হন।
গত ৪ ফেব্রুয়ারি এ ঘটনার ভুক্তভোগী সজিব উদ্দিন বাদী হয়ে নিউমার্কেট থানায় হত্যাচেষ্টা মামলাটি করেন।