হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ফয়জুর রিমান্ডে

বাসস
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৩:৩২
সাবেক এমপি ফয়জুর রহমান বাদল। ফাইল ছবি

ঢাকা, ১৫ অক্টোবর , ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক এমপি ফয়জুর রহমান বাদলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

তিনি ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নবীনগর উপজেলার সভাপতি। 

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর নিউমার্কেট থানার মামলায় আজ (বুধবার) তাকে ঢাকার চিফ মেট্রোপলটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। 

এসময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তিনদিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ২৮ সেপ্টেম্বর রাতে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

পরদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় ছাত্রলীগের সহায়তায় আসামিরা আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। এতে বেশ কয়েকজন ছাত্র ও সাধারণ মানুষ গুরুতর আহত হন। 

গত ৪ ফেব্রুয়ারি এ ঘটনার ভুক্তভোগী সজিব উদ্দিন বাদী হয়ে নিউমার্কেট থানায় হত্যাচেষ্টা মামলাটি করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাঙ্গাইলে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
সাতক্ষীরায় বিশ্ব সাদাছড়ি  দিবস উদযাপন
নাশকতার মামলায় সাবেক এমপি কবিরুলের জামিন নামঞ্জুর 
৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র প্রতিযোগিতার সেমিফাইনালে জারিফ
তাড়াইলে ব্যবসায়ী হত্যায় আসামির যাবজ্জীবন
মিরপুর অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি ডিসিসিআই’র সমবেদনা
নদীর স্রোত ব্যবহার করে জাম্বুরার পরিবহণ ব্যয় কমাচ্ছেন পাহাড়ি কৃষক  
চাঁদপুরে ইলিশ রক্ষা অভিযানে আটক ৬১ জেলে
রাকসু নির্বাচন উপলক্ষে আরএমপির ব্রিফিং
মরণোত্তর পদক বিতরণ অনুষ্ঠানে ‘শহিদ’ চার্লি কার্ককে সম্মান জানালেন ট্রাম্প
১০