মিরপুর অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি ডিসিসিআই’র সমবেদনা

বাসস
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৫:৪৫

ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজধানীর মিরপুরের রূপনগরে মঙ্গলবার একটি ওয়াশিং প্লান্ট ও পার্শ্ববর্তী কেমিক্যাল গুদামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

ডিসিসিআই বোর্ড অব ডিরেক্টরস ও সকল সদস্যের পক্ষ থেকে সংগঠনের সভাপতি তাসকিন আহমেদ নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন।

তিনি আহতদের দ্রুত আরোগ্যের জন্য যথাযথ চিকিৎসা সেবার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান।

ডিসিসিআই ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে শিল্প প্রতিষ্ঠানের ভবনসহ অন্যান্য স্থাপনা নির্মাণে অগ্নি-নিরাপত্তা মান ও নিয়ম-কানুন কঠোরভাবে অনুসরণ করার ওপর গুরুত্ব আরোপ করে।

তাসকিন আহমেদ বলেন, অগ্নি-নিরাপত্তা বিধি যথাযথভাবে বাস্তবায়নে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।

সংগঠনটি আরও উল্লেখ করে, জীবন ও সম্পদের সুরক্ষার স্বার্থে শিল্প ও আবাসিক ভবনে কার্যকর অগ্নি-নিরোধ ব্যবস্থা বাস্তবায়নে সরকারি ও বেসরকারি উভয় খাতের যৌথভাবে সচেতনতা বৃদ্ধি ও পদক্ষেপ গ্রহণ করা উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণতন্ত্রের অভিযাত্রায় সংকট সৃষ্টি হলে ‘কালো ঘোড়ার অনুপ্রবেশ’ হতে পারে : রিজভী
ফিলিস্তিনি ৪৫ জনের মরদেহ ফেরত দিল ইসরাইল
রোহিঙ্গাদের জন্য প্রাণরক্ষাকারী স্বাস্থ্যসামগ্রী হস্তান্তর করল ইউএনএফপিএ ও ইউরোপীয় ইউনিয়ন
কৃষি থেকে মিথেন নির্গমন কমাতে বিজ্ঞানভিত্তিক পদক্ষেপের উপর গুরুত্বারোপ 
২৯ জন নির্বাচন কর্মকর্তার চাকরি স্থায়ী করল ইসি
চাকসু নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে, চলছে গণনা
শিক্ষাবিদ কাজি গোলাম মহিউদ্দিনের দাফন সম্পন্ন
রূপনগরে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
বিওএ নির্বাচন আগামী ২৯ নভেম্বর
আফগানিস্তানের কাবুলে জোড়া বিস্ফোরণ
১০