ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস): গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ বুধবার ইসরাইল ৪৫ জন ফিলিস্তিনির মৃতদেহ ফেরত দিয়েছে। এতে মোট ৯০ জনের মরদেহ হস্তান্তর করা হলো।
ফিলিস্তিনের খান ইউনিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির অধীনে প্রতিজন মৃত ইসরাইলিকে ফেরত পাঠানোর বিনিময়ে ১৫ জন ফিলিস্তিনির মৃতদেহ হস্তান্তর করতে হবে।
গত সোমবার হামাস তিনজন ইসরাইলি এবং একজন নেপালির মৃতদেহ হস্তান্তর করে এবং মঙ্গলবার আরো তিনজন ইসরাইলি এবং একজন অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ হস্তান্তর করে।