প্রধান উপদেষ্টার সঙ্গে ঐকমত্য কমিশনের জরুরি বৈঠক শুরু হয়েছে

বাসস
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ২০:২৫
প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সন্ধ্যায় জরুরি বৈঠকে আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস): প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জরুরি বৈঠকে আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন।

আজ সন্ধ্যা ছয়টা পঁচিশ মিনিটে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ বৈঠক শুরু হয়েছে।

বৈঠকটি সঞ্চালনা করছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সাংবাদিক মনির হায়দার।

শুরুতেই সূচনা বক্তব্যে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে পাশাপাশি আপনাদের দিক থেকে যে সহযোগিতা অব্যাহত রয়েছে তাতে আমরা আশাবাদী যে একটি আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে আমরা এই জাতীয় সনদ স্বাক্ষরের অনুষ্ঠানটা সম্পন্ন করতে পারব।

তিনি বলেন, গত বছরের সেপ্টেম্বর মাসের পর যে সমস্ত সংস্কার কমিশন গঠন হয়েছিল তার প্রতিবেদনের ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশন তার সুপারিশনামাগুলো দিয়েছিল এবং সকলের মতামতের ভিত্তিতে আমরা ৮৪টি বিষয়ে সিদ্ধান্ত এবং ঐকমত্য তৈরি করতে পেরেছি। কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে যা জুলাই জাতীয় সনদে সুস্পষ্ট ভাবে কারণসহ উল্লেখ করা থাকবে।

সরকারের কাছে জুলাই জাতীয় সনদ দেশের সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, আমরা চাই সকলের কাছে এই সনদ পৌঁছে যাক কারণ এরমধ্য দিয়ে যেন নাগরিকরা সকলেই বুঝতে পারেন যে রাষ্ট্র সংস্কারের এক অভূতপূর্ব পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একটা নির্দিষ্ট অঙ্গীকারে পৌঁছেছেন। বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ রূপরেখা এবং তা বাস্তবায়নের উপায় বিষয়ে কতদূর অগ্রসর হওয়া গেছে তা যেন তারা সবসময় সনদ থেকে বুঝতে পারেন।

রাষ্ট্র সংস্কারের জন্য এতগুলো রাজনৈতিক দলের একটি নির্দিষ্ট গন্তব্যে যাত্রাকে বিরল ঘটনা হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, প্রত্যেকেই অন্যের ভিন্নমতের প্রতি শ্রদ্ধা রেখে আমরা সকলে যে জায়গায় উপনীত হয়েছি তা প্রকৃতপক্ষে দক্ষিণ এশিয়ার কোথায় কখনো ঘটেনি, সম্ভবত পৃথিবীতে কখনো ঘটেনি। এভাবে আপনারা যে রাজনৈতিক পরিবর্তনের অব্যাহত ধারা তৈরি করলেন তা ভবিষ্যতেও বজায় থাকবে বলে আমি আশাবাদী।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, আমরা এমন একটি সময় দাঁড়িয়ে আছি যেখানে ভবিষ্যতের পথরেখা নির্মাণ করতে গিয়ে আমাদের নানান চ্যালেঞ্জে মোকাবেলা করতে হবে। ব্যক্তি, সংগঠন কিংবা শুধু সরকারের একার পক্ষে তা সম্ভব হবে না। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তা সম্ভব হবে এবং আমরা মনে করি এই কাজে জাতীয় সনদ একটা দিকদর্শন হিসেবে কাজ করবে।

চলমান এ বৈঠকে উপস্থিত রয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য -বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার ও ড. মো. আইয়ুব মিয়া। আলোচনায় আরো উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামে বাংলাদেশ, গণসংহতি আন্দোলনসহ প্রায় ৩০ টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান ১৭ অক্টোবর রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণতন্ত্রের অভিযাত্রায় সংকট সৃষ্টি হলে ‘কালো ঘোড়ার অনুপ্রবেশ’ হতে পারে : রিজভী
ফিলিস্তিনি ৪৫ জনের মরদেহ ফেরত দিল ইসরাইল
রোহিঙ্গাদের জন্য প্রাণরক্ষাকারী স্বাস্থ্যসামগ্রী হস্তান্তর করল ইউএনএফপিএ ও ইউরোপীয় ইউনিয়ন
কৃষি থেকে মিথেন নির্গমন কমাতে বিজ্ঞানভিত্তিক পদক্ষেপের উপর গুরুত্বারোপ 
২৯ জন নির্বাচন কর্মকর্তার চাকরি স্থায়ী করল ইসি
চাকসু নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে, চলছে গণনা
শিক্ষাবিদ কাজি গোলাম মহিউদ্দিনের দাফন সম্পন্ন
রূপনগরে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
বিওএ নির্বাচন আগামী ২৯ নভেম্বর
আফগানিস্তানের কাবুলে জোড়া বিস্ফোরণ
১০