আফগানিস্তানের কাবুলে জোড়া বিস্ফোরণ

বাসস
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ২০:৪০
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : আফগানিস্তানের রাজধানী কাবুলে আজ বুধবার জোড়া বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা এএফপি’র সাংবাদিক বিস্ফোরণের শব্দ শুনেছেন।

কাবুল থেকে এএফপি জানায়, গত সপ্তাহ থেকে পাকিস্তানের সঙ্গে সীমান্ত নিয়ে সংঘর্ষের পর আফগানিস্তানে এখন বাড়তি ঝুঁকি তৈরি হয়েছে।

তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, একটি তেল ট্যাংকার ও একটি জেনারেটর বিস্ফোরিত হয়েছে। আফগানিস্তানের রাজধানীতে এই বিস্ফোরণের পর আগুন ধরে যায়।

এএফপির সংবাদদাতারা দেখেছেন, বিস্ফোরণের পর রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স চলাচল করছে এবং তালেবানের নিরাপত্তা বাহিনীও শহরের কেন্দ্রস্থল ঘিরে রেখেছে।

এএফপির সাংবাদিকরা জানান, কালো ধোঁয়ার কুণ্ডলি আকাশে উঠতে দেখেছেন এবং বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ভাঙা কাঁচে রাস্তা ভরে গেছে।

গত বৃহস্পতিবার কাবুলে এবং রাজধানীর বাইরে দু’টি বিস্ফোরণের পর থেকে আফগানিস্তান এবং প্রতিবেশী পাকিস্তানের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এই অস্থিরতার জন্য তালেবান কর্তৃপক্ষ ইসলামাবাদকে দায়ী করেছে।

উভয় পক্ষের কর্মকর্তারা জানান, এই বিস্ফোরণগুলো সীমান্ত সংঘর্ষের একটি ধারাবাহিক সূত্রপাত করেছে। সীশান্তে সংঘর্ষে  উভয় পক্ষের কয়েক ডজন সৈন্য এবং বেসামরিক লোক নিহত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০