কৃষি থেকে মিথেন নির্গমন কমাতে বিজ্ঞানভিত্তিক পদক্ষেপের উপর গুরুত্বারোপ 

বাসস
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ২১:১৫

ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস): আজ এখানে এক কর্মশালায় বিশেষজ্ঞরা বলেছেন, কৃষি থেকে মিথেন নির্গমন কমাতে সমন্বিত প্রাতিষ্ঠানিক পদক্ষেপ, কৃষকদের অংশগ্রহণ এবং দৃঢ় নীতিগত নির্দেশনার মাধ্যমে বৈজ্ঞানিক জ্ঞানকে বাস্তবভিত্তিক সমাধানে রূপান্তরিত করতে হবে।

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) বাংলাদেশ কান্ট্রি অফিস ‘কৃষি মিথেন হ্রাস কর্মসূচি (র‌্যাম্প) এর অধীনে "কৃষিতে মিথেন হ্রাস: বাংলাদেশ দৃষ্টিভঙ্গি" শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে।

কর্মশালায় জলবায়ু-স্মার্ট কৃষি এবং মিথেন প্রশমন কৌশলের উপর আলোকপাত করে চার দিনের সিরিজের প্রথম অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছে। ইফাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর মহাপরিচালক ড. মোহাম্মদ খালেদুজ্জামান বলেন, গবেষণা দেখা গেছে যে, বিকল্প ভেজা ও শুকনো পদ্ধতি ৪০ শতাংশ পর্যন্ত মিথেন নির্গমন কমাতে পারে।

তিনি উলে¬খ করেন, ‘স্বল্পমেয়াদী ধানের জাত প্রবর্তন করলে উৎপাদন ক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং নির্গমন কমবে।’ ‘সরকার, এনজিও, ইফাদ এবং অন্যান্য অংশীদারদের মধ্যে সহযোগিতার মাধ্যমে এই সমাধান কাজে লাগানো এখন চ্যালেঞ্জ।’

বাংলাদেশের ইফাদ এর কান্ট্রি ডিরেক্টর ড. ভ্যালান্টাইন আচাঞ্চো বলেন, এই উদ্যোগের লক্ষ্য বিজ্ঞান, নীতি এবং মাঠ অনুশীলনকে সংযুক্ত করে পরিমাপযোগ্য প্রভাব অর্জন করা।

তিনি বলেন, ‘বাংলাদেশ ধান চাষ থেকে মিথেন নির্গমন কমাতে পারে, ফলন রক্ষা করতে পারে, পানির ব্যবহার কমাতে পারে এবং গ্রামীণ জীবিকা জোরদার করতে পারে।’ 

তিনি তিনটি তাৎক্ষণিক অগ্রাধিকারের উপর জোর দিয়ে বলেন, সুস্পষ্ট ও সহজে বাস্তবায়নযোগ্য বিকল্প ভেজা ও শুকনো পদ্ধতি চালু করা, প্রশিক্ষণ ও সেচ ব্যবস্থাপনার জন্য প্রাতিষ্ঠানিক বিতরণ ব্যবস্থা সমন্বিত করা এবং অগ্রগতি পর্যবেক্ষণ ও কর্মকাণ্ড সমন্বিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। 

বিআরআরআই বিজ্ঞানী মো. মোজাম্মেল হক এবং মো. মাহবুবুল আলমের উপস্থাপনা গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে ডেটা-চালিত পদ্ধতির প্রয়োজনীয়তা এবং বিকল্প ভেজা ও শুকনো পদ্ধতির কৌশলগুলির ব্যবহারিক প্রয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বিশেষজ্ঞরা একমত প্রকাশ করেন যে, বিকল্প ভেজা ও শুকনো পদ্ধতি কার্যকরভাবে মিথেন হ্রাস করতে পারে এবং উৎপাদনশীলতার সাথে আপস না করে সেচের পানি সংরক্ষণ করতে পারে যদি পানি নিয়ন্ত্রণ, সঠিক জমি সমতলকরণ এবং সময়মত সেচ নিশ্চিত করা হয়।

কর্মশালায় অংশগ্রহণমূলক আলোচনার মাধ্যমে কৃষিতে মিথেন হ্রাস ত্বরান্বিত করার জন্য মাঠ প্রশিক্ষণ, পর্যবেক্ষণ ব্যবস্থা এবং জাতীয় নীতি সংলাপে সিদ্ধান্তগুলো একীভূত করার জন্য পরবর্তী পদক্ষেপগুলির রূপরেখা তুলে ধরা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তিরোধান দিবসে লালন উৎসব ও মেলার  উদ্বোধন  ১৭ অক্টোবর
ঢাবির শোক দিবসে ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন
জালিয়াতি ও অনিয়মের অভিযোগে দুদকের তিন অভিযান
ফ্রাঙ্কফুর্ট বইমেলায় জাতীয় গ্রন্থ কেন্দ্রের স্টল উদ্বোধন
পুলিশ কর্মকর্তাদের দুদকে বদলির আদেশ বাতিল
জাতীয় প্রেসক্লাব টেবিল টেনিসে সৈয়দ মামুন (একক) ও  আনোয়ার হোসেন-জাফর ইকবাল জুটি (দ্বৈত) চ্যাম্পিয়ন
বিএনপি প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি ঐতিহাসিক নির্বাচন চায়: সালাহউদ্দিন আহমেদ
আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা
গণতন্ত্রের অভিযাত্রায় সংকট সৃষ্টি হলে ‘কালো ঘোড়ার অনুপ্রবেশ’ হতে পারে : রিজভী
ফিলিস্তিনি ৪৫ জনের মরদেহ ফেরত দিল ইসরাইল
১০