ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস): বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আজ বলেছেন, বিএনপি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি ঐতিহাসিক নির্বাচন চায়।
আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে আলোচনা কালে তিনি প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা কে উদ্দেশ্য করে সালাহউদ্দিন আরো বলেন, "আমাদের ধারাবাহিক সমর্থন আপনার প্রতি ছিল, আছে। কিন্তু এটা সীমাহীন নয়, এটা শর্তসাপেক্ষ.... আমাদের আপনাকে সমর্থন দেয়া অব্যাহত থাকবে, তবে আমরা চাই আপনার নেতৃত্বে একটা ঐতিহাসিক নির্বাচন- আর এটাই হচ্ছে আমাদের কন্ডিশন।"
তিনি আরো বলেন, আমাদের সীমারেখা আছে। আমরা গণতান্ত্রিক উত্তরণের জন্য এই সীমারেখার মধ্যে আপনাকে সমর্থন দিচ্ছি।
সালাহউদ্দিন বলেন, "আমরা নির্বাচনকে সামনে রেখে কোনোরকম ঝামেলার মধ্যে যেতে চাই না, পতিত স্বৈরাচার এবং তাদের দোসর এই সুযোগ নেয়ার জন্য বসে থাকবে। প্রতিশ্রুত সময়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে অবশ্যই নির্বাচন অনুষ্ঠান করতে হবে। যার কোনো বিকল্প নাই এই জাতির সামনে। "
তিনি বলেন, এমন একটা পরিবেশ আমাদের বজায় রাখতে হবে, যে পরিবেশে আমরা কথিত স্বৈরাচারকে আর কখনো এখানে সুযোগ নিতে দেব না। দীর্ঘদিন অনির্বাচিত অবস্থায় একটা সরকার পরিচালিত হলে অনেক সমস্যা উৎপত্তি হয়। সেজন্য আমরা বারবার বলছিলাম যত শিগগিরই সম্ভব নির্বাচিত একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হওয়া দরকার। তা না হলে পৃথিবীর বিভিন্ন দেশে এ সমস্ত অভ্যুত্থানের পরবর্তী সময়ে যা কিছু দেখা হয়েছে, সেই সমস্ত পূর্বলক্ষণ এদেশেও উৎপত্তি হবে। তাই এখন নির্বাচন বিলম্বিত হলে আরও বেশি সমস্যার উদ্ভবের সম্ভাবনা বিস্তর।
জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের জন্য অপেক্ষায় আছেন জানিয়ে তিনি বলেন, এখানে যে সমস্ত বিষয়ে 'নোট অব ডিসেন্ট' দেয়া হয়েছে, সেই বিষয়গুলোতে মতামত দেয়ার জন্য তো উপদেষ্টা আপনি ঐকমত্য কমিশনের সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছেন। যদি এখানে কোনো 'নোট অব ডিসেন্ট' না-ই দেওয়া হতো, কিছু কিছু বিষয় অনৈক্য না-ই হতো তাহলে জাতীয় ঐকমত্য কমিশন থেকে যে সমস্ত প্রস্তাব দেয়া হতো সবাই একমত হয়ে যেতাম। আমরা চাই সনদে 'নোট অফ ডিসেন্ট' কারা দিয়েছেন এ বিষয়ে স্পষ্ট উল্লেখ থাকতে হবে।
তিনি আরও বলেন, আমাদের সবাইকে বাস্তবতার নিরিখে পদক্ষেপটা নিতে হবে।
এসময় তিনি রাজনৈতিক দলসমূহ যে সমস্ত বিষয়ে ঐকমত্য পোষণ করতে পারবে সেগুলো সংকলিত হয়ে একটা জাতীয় সনদ হবে বলে তাঁর আশাবাদ ব্যক্ত করেন।
আজ সন্ধ্যা ছয়টা ২৫ মিনিটে এই বৈঠক শুরু হয়। বৈঠকটি সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার।
সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় ঐক্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ ও কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার ও ড. মো. আইয়ুব মিয়া।
সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে এ বৈঠকে বিএনপি'র পক্ষ থেকে আরো যোগ দেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস কাজল।
বৈঠকে বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলন, জেএসডি (রব), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।