জালিয়াতি ও অনিয়মের অভিযোগে দুদকের তিন অভিযান

বাসস
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ২৩:২৪

ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস): জালিয়াতি, অনিয়ম ও হয়রানির অভিযোগে দেশের তিন জায়গায় এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।

আজ দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দুদক জানায়, ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালা লঙ্ঘন এবং দরপত্র জালিয়াতির মাধ্যমে সিটি স্ক্যান মেশিন ক্রয়ের অভিযোগে প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়। অভিযানকালে টিম হাসপাতাল সরেজমিন পরিদর্শন, সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ করে। প্রাথমিক পর্যবেক্ষণে অভিযোগে বর্ণিত সিটি স্ক্যান মেশিন ক্রয় প্রক্রিয়ায় কিছু অনিয়ম পরিলক্ষিত হয়।

এদিকে বগুড়া জেলার সোনাতলা উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও নানা অনিয়মের অভিযোগে দুদকের বগুড়া জেলা কার্যালয় থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়। অভিযানকালে টিম স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড  পরিদর্শন করে রোগীদের সাথে কথা বলে তাঁদের চিকিৎসাসেবার অভিজ্ঞতা সম্পর্কে অবগত হয়। এছাড়াও টিম স্বাস্থ্য কমপ্লেক্সে রক্ষিত বিভিন্ন রেজিস্টার ও নথিপত্র পর্যালোচনা করে এবং কর্মরত চিকিৎসক ও নার্সদের উপস্থিতি রেজিস্টার যাচাই করে। এই স্বাস্থ্য কমপ্লেক্সে অনুমোদিত পদের বিপরীতে চিকিৎসক সংকট বিরাজ করার প্রাথমিক তথ্য পেয়েছে টিম। উদ্ঘাটিত অন্যান্য অনিয়মসমূহের বিষয়ে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা দুদক টিমকে আশ্বস্ত করেন।

এছাড়া  কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলায় ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করার অভিযোগে জেলা কার্যালয় আরও একটি এনফোর্সমেন্ট অভিযান চালায়। অভিযানকালে টিম মিঠামইন উপজেলায় অভিযোগে বর্ণিত মুক্তিযোদ্ধা গোলাম ফারুকের বাড়ি পরিদর্শন করে। তাকে বাড়িতে উপস্থিত পাওয়া না গেলেও ঘটনাস্থলে উপস্থিত সাক্ষী ও স্থানীয় ব্যক্তিবর্গের সাথে আলাপচারিতায় অভিযোগের আংশিক সত্যতা পাওয়া যায়। মুক্তিযোদ্ধা গোলাম ফারুকের প্রকৃত কন্যা না হয়েও অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন মর্মে অভিযানকালে জানা যায়।

বিষয়টি নথিপত্রের আলোকে অধিকতর যাচাইয়ের নিমিত্ত  টিম উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্ট নথি ও তথ্য সংগ্রহ করে।

দুদক জানায়, অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র ও তথ্যাবলি বিশ্লেষণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়া
১ ও ২ টাকার কয়েন না নেয়ার চেষ্টা আইনের লঙ্ঘন : বাংলাদেশ ব্যাংক
তিরোধান দিবসে লালন উৎসব ও মেলার  উদ্বোধন  ১৭ অক্টোবর
ঢাবির শোক দিবসে ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন
জালিয়াতি ও অনিয়মের অভিযোগে দুদকের তিন অভিযান
ফ্রাঙ্কফুর্ট বইমেলায় জাতীয় গ্রন্থ কেন্দ্রের স্টল উদ্বোধন
পুলিশ কর্মকর্তাদের দুদকে বদলির আদেশ বাতিল
জাতীয় প্রেসক্লাব টেবিল টেনিসে সৈয়দ মামুন (একক) ও  আনোয়ার হোসেন-জাফর ইকবাল জুটি (দ্বৈত) চ্যাম্পিয়ন
বিএনপি প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি ঐতিহাসিক নির্বাচন চায়: সালাহউদ্দিন আহমেদ
আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা
১০