সাতক্ষীরায় বিশ্ব সাদাছড়ি  দিবস উদযাপন

বাসস
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৫:৫৬
ছবি : বাসস

সাতক্ষীরা, ১৫ অক্টোবর, ২০২৫(বাসস) : ‘সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন’ এই প্রতিপাদকে সামনে রেখে জেলায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র জেলার আয়োজনে আজ বুধবার সকালে জেলা প্রশাসক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সায়েদুর রহমান মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক সঞ্জীত কুমার দাস, সুশীলন সাতক্ষীরার উপ পরিচালক জি এম মনিরুজ্জামান প্রমুখ।

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কর্ম পরিষদ ও শুরা সদস্য প্রফেসর আব্দুল ওয়ারেছ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, প্রতিবন্ধী সাহায্য কেন্দ্র জেলার কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) ডা. এস এম হাবিবুর রহমান, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. শরীফুল ইসলাম, নবজীবনের সভাপতি শামসুল আলম খান, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, নব দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মো. বজলুর রহমান, জেলা অন্ধ ও পুনর্বাসন কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, জেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারি মো. তারিকুর হমান প্রমুখ।

আলোচনা সভা শেষে ৫জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সাদাছড়ি ও সমাজসেবা ভুক্ত ২৩ টি প্রতিষ্ঠানের মাঝে চেক বিতরণ করা হয়। 

এসময় প্রশাসনিক কর্মকর্তা, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন স্তরের প্রতিবন্ধী ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক  মো. রোকনূজ্জামান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণতন্ত্রের অভিযাত্রায় সংকট সৃষ্টি হলে ‘কালো ঘোড়ার অনুপ্রবেশ’ হতে পারে : রিজভী
ফিলিস্তিনি ৪৫ জনের মরদেহ ফেরত দিল ইসরাইল
রোহিঙ্গাদের জন্য প্রাণরক্ষাকারী স্বাস্থ্যসামগ্রী হস্তান্তর করল ইউএনএফপিএ ও ইউরোপীয় ইউনিয়ন
কৃষি থেকে মিথেন নির্গমন কমাতে বিজ্ঞানভিত্তিক পদক্ষেপের উপর গুরুত্বারোপ 
২৯ জন নির্বাচন কর্মকর্তার চাকরি স্থায়ী করল ইসি
চাকসু নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে, চলছে গণনা
শিক্ষাবিদ কাজি গোলাম মহিউদ্দিনের দাফন সম্পন্ন
রূপনগরে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
বিওএ নির্বাচন আগামী ২৯ নভেম্বর
আফগানিস্তানের কাবুলে জোড়া বিস্ফোরণ
১০