সাতক্ষীরায় বিশ্ব সাদাছড়ি  দিবস উদযাপন

বাসস
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৫:৫৬
ছবি : বাসস

সাতক্ষীরা, ১৫ অক্টোবর, ২০২৫(বাসস) : ‘সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন’ এই প্রতিপাদকে সামনে রেখে জেলায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র জেলার আয়োজনে আজ বুধবার সকালে জেলা প্রশাসক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সায়েদুর রহমান মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক সঞ্জীত কুমার দাস, সুশীলন সাতক্ষীরার উপ পরিচালক জি এম মনিরুজ্জামান প্রমুখ।

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কর্ম পরিষদ ও শুরা সদস্য প্রফেসর আব্দুল ওয়ারেছ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, প্রতিবন্ধী সাহায্য কেন্দ্র জেলার কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) ডা. এস এম হাবিবুর রহমান, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. শরীফুল ইসলাম, নবজীবনের সভাপতি শামসুল আলম খান, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, নব দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মো. বজলুর রহমান, জেলা অন্ধ ও পুনর্বাসন কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, জেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারি মো. তারিকুর হমান প্রমুখ।

আলোচনা সভা শেষে ৫জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সাদাছড়ি ও সমাজসেবা ভুক্ত ২৩ টি প্রতিষ্ঠানের মাঝে চেক বিতরণ করা হয়। 

এসময় প্রশাসনিক কর্মকর্তা, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন স্তরের প্রতিবন্ধী ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক  মো. রোকনূজ্জামান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০