মিরপুরে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় চরমোনাই পীরের শোক

বাসস
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৪:০৬
চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ফাইল ছবি

ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

আজ (বুধবার) এক বিবৃতিতে এ শোক জানান তিনি।

এতে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন মুফতি রেজাউল করীম। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

চরমোনাই পীর বলেন, অগ্নিকাণ্ডের মত দুর্ঘটনায় প্রতিবছর বহু মানুষের প্রাণহানি ঘটছে। এজন্য অগ্নিনিরাপত্তায় সচেতনতা বৃদ্ধি, নিয়মিত নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থার কার্যকর বাস্তবায়ন নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ভবন ও কারখানাগুলোতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে অনুসরণ করা জরুরি। পাশাপাশি নিহতদের যথাযথ ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসার ব্যবস্থা করারও আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেখ হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির পৃথক ৩ মামলায় আরও ১২ জনের সাক্ষ্যগ্রহণ
ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত
রাকসু নির্বাচন আগামীকাল, সুষ্ঠু ভোটের প্রত্যাশা প্রধান নির্বাচন কমিশনারের
বিটিআরসি’র কাছে চেক হস্তান্তর করল বিএসসিপিএলসি
জিম্বাবুয়ে টেস্টে অভিজ্ঞ স্পিনার রশিদ খানকে বিশ্রাম দিয়েছে আফগানিস্তান
এ পর্যন্ত ৩৮ লক্ষ শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হয়েছে : মহাপরিচালক
পিরোজপুরে আওয়ামী লীগ নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ
শুক্রবার শুরু হচ্ছে ডিআরইউ ইনডোর গেমস
গোপালগঞ্জে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
নতুন আরও ৫টি কারখানাকে লিড সার্টিফিকেশন প্রদান
১০