রাকসু নির্বাচন আগামীকাল, সুষ্ঠু ভোটের প্রত্যাশা প্রধান নির্বাচন কমিশনারের

বাসস
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৭:০৪
ছবি : বাসস

রাজশাহী, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : দীর্ঘ ৩৫ বছরের অপেক্ষার পর আগামীকাল বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন হতে যাচ্ছে।

দিনটিকে সামনে রেখে আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এফ. নজরুল ইসলাম নির্বাচন কমিশনের প্রস্তুতি ও নানা দিক তুলে ধরেন।

এসময় তিনি বলেন, একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। নির্বাচনের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

প্রসঙ্গত, এবারের রাকসু নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন, যাদের মধ্যে ৩৯ দশমিক ১ শতাংশ নারী এবং ৬০ দশমিক ৯১ শতাংশ পুরুষ। ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হবে।

রাকসুর ২৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩০৫ জন প্রার্থী। সিনেটের পাঁচটি পদের জন্য প্রতিদ্বন্দ্বী ৫৮ জন। এছাড়া, ১৭টি আবাসিক হল সংসদের ২৫৫টি পদের বিপরীতে ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন একজন প্রধান রিটার্নিং অফিসার, ছয়জন রিটার্নিং অফিসার ও ১৭ জন প্রিসাইডিং অফিসার (শিক্ষক)। এছাড়াও সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে রয়েছেন ১৯৫ জন শিক্ষক ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন ৯১ জন কর্মকর্তা ।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন থাকবে ২ হাজার পুলিশ সদস্য, ছয় প্লাটুন বিজিবি, ১২ প্লাটুন র‌্যাব। ক্যাম্পাসের সর্বত্র থাকবে সিসিটিভি ক্যামেরার নজরদারি।

ভোট গ্রহণে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হবে। এছাড়াও ভোট গণনা ও ফলাফল প্রস্তুতির জন্য একটি অভিজ্ঞ ও নিরপেক্ষ কমিটি গঠন করা হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।

প্রসঙ্গত, ১৯৮৯ সালের পর এই প্রথম রাকসু নির্বাচন হতে যাচ্ছে। দীর্ঘদিন পর শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে রাকসু কার্যকর হতে চলেছে, যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
স্ত্রীকে হত্যা করে লাশ ফ্রিজে, স্বামীর দায় স্বীকার
জাল নোট প্রবাহের খবরের পর জনসাধারণের জন্য সতর্কবার্তা জারি করল বাংলাদেশ ব্যাংক
পাটব্যাগ চালু করতে শত কোটি টাকার ফান্ড নিয়ে কাজ করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা
আসাদকে হস্তান্তরে মস্কোকে অনুরোধ করবেন সিরিয়ার প্রেসিডেন্ট : এএফপি
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে আবারো সংঘর্ষ, হতাহত অনেকে
সাতক্ষীরায় মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ
মুন্সীগঞ্জে ইলিশ সংরক্ষণ অভিযানে ১৫ জেলের কারাদণ্ড 
এ মাসেই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট: ধর্ম উপদেষ্টা 
জুলাই অভ্যুত্থানে ভুক্তভোগীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে কাজ চলছে: স্বাস্থ্য সচিব
১০