সাতক্ষীরায় মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাসস
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৯:১৩
সাতক্ষীরায় মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি: বাসস

সাতক্ষীরা, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : সাতক্ষীরা-শ্যামনগর-ভেটখালী আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত করার লক্ষ্যে সড়কের দুই ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে।

আজ বুধবার সকাল ১১টায় শ্যামনগর ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন এলাকা থেকে এ অভিযান শুরু হয়।

অভিযানে নেতৃত্ব দেন, সড়ক ও জনপথ বিভাগের উপ-সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশফাকুল হক চৌধুরী এবং সড়ক ও জনপথ বিভাগ সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ। 

উচ্ছেদ অভিযানে সাতক্ষীরা র‌্যাব-৬ এর (সিপিজি-১) ডিএডি হাবিবুর রহমান, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির মোল্লাসহ সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, স্থানীয় প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উচ্ছেদকালে সড়কের দুই পাশে নির্মিত দোকানপাট, টিনের ঘর, অস্থায়ী কাঠামো ও অন্যান্য স্থাপনা অপসারণ করা হয়। এ সময় স্থানীয় জনগণের অনেকেই প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানান। তারা বলেন, অবৈধ দখলের কারণে সড়কটি সরু হয়ে গিয়েছিল এবং যানবাহন চলাচলে মারাত্মক দুর্ভোগ হচ্ছিল।

সাতক্ষীরা সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ আনোয়ার পারভেজ জানান, আজ থেকে আনুষ্ঠানিকভাবে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। ধাপে ধাপে জেলা শহর পর্যন্ত সড়কের দুই ধারের থাকা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

উল্লেখ্য, সাতক্ষীরা-শ্যামনগর-ভেটখালী আঞ্চলিক মহাসড়কের শ্যামনগর ফায়ার সার্ভিস মোড় থেকে ভেটখালী বাজার পর্যন্ত সড়কের উভয় পাশে সড়ক ও জনপথ অধিদপ্তরের ভূমিতে অবস্থিত অবৈধ স্থাপনা অপসারণে এক সপ্তাহ আগে থেকে মাইকিং করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০