ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস): রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ভয়াবহ এই আগুনের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন প্রাণ হারিয়েছে।
আজ বুধবার দুপুর ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম। মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ী এলাকায় গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনা ঘটে।
গতকাল সকাল ১১টা ৪০ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা।