এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ আগামীকাল

বাসস
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৩:২৯

ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল সকাল ১০টায় প্রকাশ করা হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এর ফলাফল আগামী ১৬ অক্টোবর সকাল ১০টায় দেশের শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র/শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএস-এর মাধ্যমে প্রকাশ করা হবে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের  রেজাল্ট কর্ণার এ ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন-এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করতে পারবে।

সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রেজাল্ট কর্ণার এ ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করে স্ব স্ব প্রতিষ্ঠান রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে।

পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান হতে, শিক্ষা বোর্ডসমূহের সমন্বিত ওয়েবসাইট ঠিকানা www.educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবে।

নির্ধারিত শর্ট কোড- ১৬২২২ এ এসএমএস-এর মাধ্যমে ফল পাওয়া যাবে।

এ বছর ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য https://rescrutiny.eduboardresults.gov.bd এর মাধ্যমে আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাঙ্গাইলে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
সাতক্ষীরায় বিশ্ব সাদাছড়ি  দিবস উদযাপন
নাশকতার মামলায় সাবেক এমপি কবিরুলের জামিন নামঞ্জুর 
৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র প্রতিযোগিতার সেমিফাইনালে জারিফ
তাড়াইলে ব্যবসায়ী হত্যায় আসামির যাবজ্জীবন
মিরপুর অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি ডিসিসিআই’র সমবেদনা
নদীর স্রোত ব্যবহার করে জাম্বুরার পরিবহণ ব্যয় কমাচ্ছেন পাহাড়ি কৃষক  
চাঁদপুরে ইলিশ রক্ষা অভিযানে আটক ৬১ জেলে
রাকসু নির্বাচন উপলক্ষে আরএমপির ব্রিফিং
মরণোত্তর পদক বিতরণ অনুষ্ঠানে ‘শহিদ’ চার্লি কার্ককে সম্মান জানালেন ট্রাম্প
১০