ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ (বৃহস্পতিবার) সকাল ১০টায় প্রকাশিত হয়েছে। ফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা এবারও খাতা পুনঃনিরীক্ষণ বা ফল পুনর্মূল্যায়নের আবেদন করতে পারবেন।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীরা ১৭ অক্টোবর (আগামীকাল) থেকে ২৩ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
আরও বলা হয়েছে, পুনঃনিরীক্ষণের আবেদন করতে হবে https://rescrutiny.eduboardresults.gov.bd- ওয়েবসাইট থেকে। কোন ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনের সময় শিক্ষার্থীদের মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হলে ওই নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে।
প্রতিটি পত্রের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয়পত্রের জন্য আবেদন করতে হবে। ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ, সোনালী সেবা, উপায়, রকেট ও টেলিটক সিমের মাধ্যমে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট। পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী। যার মধ্যে পাস করেছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন।
পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী।