নওগাঁয় সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ

বাসস
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৫:০০
আজ সকালে জেলা পরিষদ চত্বরে ফেষ্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। ছবি: বাসস

নওগাঁ, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উপলক্ষে জেলায় দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ চত্বরে ফেষ্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিস এ আয়োজন করে। পরে জেলা পরিষদ পুকুরে সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ শুরু হয়।

উদ্বোধন অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক জান্নাত আরা তিথি, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, মেহেদী হাসান, ছাত্র প্রতিনিধি ফজলে রাব্বীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে পুরষ্কার ও জার্সি বিতরণ করেন।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, তরুণদের সাঁতার প্রতিযোগিতায় মনোযোগী হয়ে প্রশিক্ষণে এগিয়ে যেতে হবে। তবেই প্রশিক্ষণে সফল হওয়া যাবে। সাঁতারের চেয়ে বড় আর কোন শারীরিক ব্যায়াম নেই। সাঁতার প্রশিক্ষণে মনোযোগী হবার জন্য তিনি পরামর্শ দেন।

আয়োজকরা জানান, সাঁতার প্রশিক্ষণে জেলার সদর উপজেলার বিভিন্ন স্কুলের ১০০জন শিক্ষার্থী অংশ নেয়। নির্বাচিত প্রতিযোগীরা বিভাগীয় পর্যায়ে সাঁতার প্রতিযোগিতায় অংশ নেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কাভার্ডভ্যানে ইয়াবার চালান : চট্টগ্রামে চালক ও সহকারীর যাবজ্জীবন
মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সংসদ নির্বাচন বিষয়ে ইসির সমন্বয় সভা ২২ অক্টোবর
প্রাথমিকের সহকারী শিক্ষকদের দাবি নিয়ে মন্ত্রণালয়ে বৈঠক : আন্দোলন স্থগিত
ক্ষমতা লাভের জন্য কেউ যেন ধর্মকে ব্যবহার না করি : সালাহউদ্দিন
সিইপিজেড-এ আগুন নিয়ন্ত্রণে সেনা ও নৌবাহিনীর সহায়তা, ২৫ শ্রমিক উদ্ধার
এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ শিক্ষার্থী 
আন্তর্জাতিক মঞ্চে এমআইএসটি: ফর্মূলা স্টুডেন্ট চায়না ২০২৫-এ এমআইএসটি বিএলআইটিজেড- এর গৌরবজ্জল সাফল্য
অবসরে গেলেন পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ
সাতক্ষীরায় শাকের মেলা অনুষ্ঠিত
ঝিনাইদহে সবজি ও আগাম ফুলকপি চাষ উদ্বুদ্ধকরণে মাঠ দিবস
১০