ঝিনাইদহে সবজি ও আগাম ফুলকপি চাষ উদ্বুদ্ধকরণে মাঠ দিবস

বাসস
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৯:২৩
ছবি : বাসস

ঝিনাইদহ, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় নিরাপদ সবজি ও আগাম ফুলকপি চাষে কৃষকের আগ্রহ তৈরি ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 

যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় সদর উপজেলার হলিধানী ইউনিয়নের সাগান্না গ্রামের মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

স্থানীয় কৃষক মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার নূর-এ নবী, উপ-সহকারী কৃষি অফিসার মো. মফিজ উদ্দিন, কৃষক কামরুল ইসলাম। এসময় স্থানীয় কৃষকরা কৃষি কর্মকর্তাদের কাছে তাদের বক্তব্য তুলে ধরেন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ নেন।

সদর উপজেলা কৃষি অফিসার বলেন, আগাম ফুলকপি চাষে কৃষকরা ভালো দাম পেয়ে লাভবান হচ্ছেন। যদিও এই চাষে উৎপাদন খরচ তুলনামূলক বেশি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান বলেন, ফুলকপিতে রোগ-বালাই বেশি সংক্রমিত হয়। আমরা চেষ্টা করে যাচ্ছি, কিভাবে নিরাপদ ও বিষমুক্ত ফুলকপি সহ অন্যান্য সবজি উৎপাদন করা যায়। বিশেষ করে, জৈব পদ্ধতিতে ফুলকপি সহ অন্যান্য সবজি চাষে কৃষকদের আমরা পরামর্শ ও সহযোগিতা দেবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
১০